Wednesday, January 25, 2023

ChatGPT কি? ChatGPT সম্পর্কে জানুন

ChatGPT কি? ChatGPT সম্পর্কে জানুন

ChatGPT বর্তমান সময়ে টেক দুনিয়ায় সবচেয়ে আলোচিত একটি বিষয়।🔥

ChatGPT কি?

সংক্ষেপে বলতে গেলে ChatGPT হচ্ছে মূলত AI (Artificial Intelligence) language model যা কিনা ট্রেইন করা হয়েছে টেক্সট জেনারেট করে প্রশ্নের উত্তর দেয়ার জন্যে। ভবিষ্যতে এই ChatGPT ইন্টারনেটের সাথে কানেক্টে করলে এবং আরো আপডেট করলে সেটা Google কেও টেক্কা দিতে পারেবে বলে ধারণা করা হচ্ছে।

বর্তমানে আমরা কোনো কিছু না জানলে সেটা Google এ সার্চ করি, আর Google আমাদের সার্চকৃত বিষয়ের উপর নানারকম তথ্য দেখায়। সেখান থেকে আমাদের সঠিকটা বেছে নিতে হয়।

কিন্তু, ChatGPT ভিন্ন। এটা একরকম বলতে গেলে মানুষের মতোই প্রশ্নের উত্তর দেয়। মানে আপনি যদি ChatGPT তে কোনো প্রশ্ন করেন সেটার উত্তরটা ওরকমই পাবেন যেরকমটা ওই বিষয়ে কোনো দক্ষ মানুষের কাছে পেতেন।

ধরুন, আপনি e-Mail লিখায় অদক্ষ। এখন আপনি শুধু আপনার ক্লায়েন্টের নাম এবং বেসিক কিছু ইনফরমেশন দিয়ে ChatGPT কে একটি ফরমাল মেইল লিখতে বললেন। এটা আপনাকে সেকেন্ডের মধ্যে সুন্দর করে e-Mail লিখে দিবে। বাকিটা নির্ভর করবে আপনার ক্রিয়েটিভিটির উপর।

সোজা কথায় বলতে গেলে, আপনার মনে যা চায় তাই তাকে জিজ্ঞাসা করুন। এটা প্রায় নিখুঁতভাবে সব বলে দিতে পারছে। এটা দিয়ে Article লিখা, Video স্ক্রিপ্ট তৈরি করা, ডিজাইন করা, কোডিং লিখা, গল্প লিখা, কবিতা লিখা, বিজ্ঞান, পরিসংখ্যান ইত্যাদি কাজে ব্যাবহার করা যায়। কঠিনসব বিষয়কে সহজবোধ্য করে উপস্থাপন করছে এই ChatGPT.

উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রবেশ করছে বিশ্ব! এটি একদিকে জীবন সহজ করলেও বেকারত্ব সমস্যাকে প্রকটভাবে বাড়িয়ে দিতে পারে। তাই টিকে থাকতে দৌঁড়ের গতি বাড়ানো ছাড়া উপায় থাকছে না।

যারা গ্রাফিক্স ডিজাইনার, ওয়েবসাইট বিল্ডার, কোডিং মাস্টার, আর্টিকেল রাইটার আছেন। তাদের ভবিষ্যত অনেকটা  হুমকি রয়েছে।

অবশ্য ChatGPT -এর ফ্রি ভার্সন ও থাকবে। কিন্তু ফ্রি ভার্সনে সবরকম সুবিধা পাওয়া যাবে না।

তবে মোটামুটি অনেক কিছুর আপডেট বা তথ্য জানিতে পারবেন। যেমন আপনি ধরুন একটি পিসি বিল্ড করতে চাচ্ছেন, ৩৫,০০০ টাকার মধ্যে! আপনি সুধু তাকে প্রশ্ন করলেই। পিসির সকল ডিটেইলস জানতে পারবেন। যেমন এই দামে কি পিসিতে কি কি লাগাবেন! 



আবার এইদিকে, Google এর প্রধান নির্বাহী কর্মকর্তা Sundar Pichai এক টুইট বার্তায় জানিয়েছেন, শিঘ্রই ChatGPT এর মতো GoogleAI নিয়ে আসতেছে Google. 

ChatGPT এর সুবিধা এবং অসুবিধা কি?

ChatGPT এর বেশ কিছু সুবিধা এবং অসুবিধা রয়েছে :

সুবিধা:

  • মানুষের মতো লেখা তৈরি করে : ChatGPT-কে মানুষের মতো লেখার একটি বৃহৎ ডেটাসেটে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যা এটিকে মানুষের দ্বারা লেখার অনুরূপ লেখা তৈরি করতে সাহায্য করে।
  • দীর্ঘ প্রসঙ্গ পরিচালনা : ট্রান্সফরমার আর্কিটেকচার ChatGPT কে একটি উত্তর তৈরি করার সময় ইনপুটের প্রসঙ্গ বিবেচনা করার অনুমতি দেয়, যা লেখা এবং বাক্যালাপের মতো কাজের জন্য বিশেষভাবে কার্যকর।
  • দক্ষতা : ট্রান্সফরমার আর্কিটেকচারটি অনুক্রমিক ডেটার সমান্তরাল প্রক্রিয়াকরণের অনুমতি দেয়, যা ChatGPT কে পূর্ববর্তী মডেলগুলির তুলনায় আরও দক্ষ করে তোলে।
  • ফাইন-টিউন করা : ChatGPT একটি নির্দিষ্ট কাজের জন্য এর পারফরম্যান্স উন্নত করতে একটি নির্দিষ্ট ডেটাসেটে ফাইন-টিউন করা যেতে পারে।

অসুবিধা:

  • পক্ষপাতমূলক বা অযৌক্তিক উত্তর তৈরি : ChatGPT-এর প্রশিক্ষণের ডেটাতে পক্ষপাত ও ত্রুটি রয়েছে যা জেনারেট করা টেক্সটে প্রতিফলিত হতে পারে এবং এটির কোনো বিষয়ে বোঝার ক্ষমতা নেই তাই এটি অযৌক্তিক উত্তর তৈরি করতে পারে।
  • নির্দিষ্ট কাজের জন্য উপযুক্ত নয় : ChatGPT এর তৈরিকৃত ভাষার মডেল এবং বিশেষ জ্ঞান বা যুক্তির প্রয়োজন হয় এমন কিছু কাজের জন্য উপযুক্ত নাও হতে পারে।
  • গণনামূলক সংস্থান প্রয়োজন : ChatGPT একটি বড় মডেল এবং এটি চালানোর জন্য উল্লেখযোগ্য পরিমাণে গণনামূলক সংস্থান প্রয়োজন।
  • ব্যয়বহুল : OpenAI API বা Hugging Face API এর মাধ্যমে মডেল অ্যাক্সেস করা ব্যয়বহুল হতে পারে, বিশেষ করে যখন এটি পূর্ণরূপে প্রকাশ পাবে।


ChatGPT কিভাবে কাজ করে?

চ্যাটজিপিটি আসলে কিভাবে কাজ করে এটা ১০০সঠিকভাবে বলা কঠিন। তবে আমি এখানে আপনাদের সাথে সাধারণ প্রসেস গুলো শেয়ার করতেছি।

মনে করুনআপনার একটা ছোট্ট ভাই আছে যেটার বয়স  বছর। এখনো তার ব্রেনের বুদ্ধিমত্তা গুলো পুটে ওটে নাই। এই সময়ে আপনি যদি থাকে যেকোন একটা বিষয় নিয়ে জিজ্ঞেস করলে সে কিন্তু বলতে পারবে না। আপনি হয়ত ভাবতেছেনপ্রশ্নের উত্তর তু দূরের কথা সে এখনো ঠিকমত কথাই তু বলতে পারে না। আসলেই এটা সত্যি।

আচ্ছাএবার আসুন আপনার বাড়ির আসে পাশে প্রতিনিয়ত কুকুরবিড়ালআরো বিভিন্ন রকমের প্রাণী ঘুরে বেড়ায়। এখন আপনি প্রতিদিনি আপনার ভাইকে বলতে লাগলেন এটা হচ্ছে কুকুরএটা কামড় দিবে কাছে যেও না। আর ঔটা হচ্ছে বিড়াল। এভাবে আপনি থাকে বলতে বলতে তার মাথার মধ্যে একটা ধারণা জমা হচ্ছে যে এটা কুকুরআর ঔটা বিড়াল। এভাবে আপনি যদি থাকে একমাস বলতে থাকেন তাহলে পরবর্তীতে আপনি থাকে জিজ্ঞেস করলে সে সহজেই আপনাকে চিহ্নিত করে দিতে পারবে কোনটা বিড়ালকোনটা কুকুর।

ঠিক তেমনি মেশিন লার্নিংআর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং রোবটিক্স এও প্রতিটা বিষয়  তাদের কে ট্রেন করা হয়। বিষয়টা যদি আরো সহজভাবে বলিমেশিন কিন্তু আবার মানুষের মতো না যে একটা বিড়ালকে যদি কাপড় পড়িয়ে চোখে চশমা লাগিয়ে মেশিনকে জিজ্ঞেস করা হয় তখন মেশিনও হিমশিম খেয়ে যায়। তাই এখানে যেটা হয় শুধুমাত্র বিড়ালকে শনাক্ত করার জন্য বিড়ালের বিভিন্ন রকমের। বিভিন্ন এঙ্গেলের হাজারো থেকে লক্ষাধিক ছবি মেশিনের ব্রেনে সেভ করে সেটাকে ট্রেন করানো হয়। এভাবে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিনলার্নিং  কাজ গুলো করা হয়ে থাকে।

তবে OpenAI কোম্পানি তাদের ChatGPT সিস্টেমে GPT(Generative Pre trained transformer)  3.5 ব্যবহার করেছে যেটা ১৭৫ বিলিয়ন আর্টিফিশিয়াল নিওরেল নেটওয়ার্ক এর সমন্বয় তৈরি করা হয়েছে এবং তারা আরো ব্যবহার করেছে NLP(Netural leanguage Processing) যেটা বিভিন্ন টেক্সট কে মানুষের মত করে বুঝতে এবং উত্তর দিতে সাহায্য করে। আমরা  এটাকে আর্টিফিশিয়াল টুল বা মেশিন লার্নিং টুল যাইবলি না কেন সত্যিকার অর্থে এটাতে ব্যবহার করা হয়েছে অসংখ্য মাধ্যম। যেগুলোর মাধ্যমে এটাকে মানুষের ব্রেনের মত করে চিন্তা করতে বা উত্তর দেওয়ার মত কাজ গুলো করার জন্য ট্রেনিং দেওয়া হয়েছে। তবে এখানে তারা শুধুমাত্র নিজেদের ডেটা থেকে সব তথ্য দেয় না তারা অনেকতথ্য ইন্টারনেটের বিভিন্ন সোর্স থেকে সংগ্রহ করে মানুষের কাছে দেখায়। মূলত এটা ট্রেনিং প্রক্রিয়ায় উত্তর প্রধান বা সমস্যা সমাধান এর মতকাজ গুলো সম্পন্ন করে।

তবে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেনসের অনেক ক্ষতিকর দিক আছে।  যার মধ্যে অন্যতম হলো ব্লগ পোস্ট নিয়ে যারা লখা লিখি করি, তাদের পোস্ট গুলো দিন দিন ভিউ কমে যাবে কারন সবাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চ্যাট জিপিটির মত টেকনোলজির কাছেই সব বিষয় তথ্য জানতে পারবে।

Tuesday, January 24, 2023

Ram (Random Access Memory)

Ram (Random Access Memory)

What is ram of computer

RAM (Random Access Memory) is a type of computer memory that is used to temporarily store data that a computer's central processing unit (CPU) can quickly access. It is a volatile memory, which means that it is only able to hold data while the computer is powered on. When the computer is powered off or rebooted, the data stored in RAM is lost. RAM is considered a "working memory" and is used to hold the data that a computer is currently using or processing. This allows the CPU to access the data much faster than if it had to retrieve it from a storage device like a hard drive. The more RAM a computer has, the more programs it can run at the same time, and the faster it can access the data it needs to run those programs.




Wednesday, January 18, 2023

অ্যান্ড্রয়েড মোবাইলে বিজয় কি-বোর্ড বাধ্যতামূলক?

অ্যান্ড্রয়েড মোবাইলে বিজয় কি-বোর্ড বাধ্যতামূলক?

সব অ্যান্ড্রয়েড স্মার্টফোনে বিজয় কি–বোর্ড ব্যবহারের বাধ্যবাধকতা রয়েছে বলে দেশের মুঠোফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে মনে করিয়ে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। গত শুক্রবার কোম্পানিগুলোকে এসংক্রান্ত চিঠি দিয়েছে সংস্থাটি।

সব অ্যান্ড্রয়েড মুঠোফোনে ব্যবহার করতে হবে বিজয় কি–বোর্ড: বিটিআরসি

চিঠিতে বলা হয়েছে, আমদানি করা ও স্থানীয়ভাবে উৎপাদন করা সব অ্যান্ড্রয়েড স্মার্টফোনে বিজয় অ্যান্ড্রয়েড এপিকে ফাইল ব্যবহারের লক্ষ্যে বিটিআরসির তরঙ্গ বিভাগ থেকে বিনা মূল্যে ফাইলটি দেওয়া হবে। স্মার্টফোনগুলো কমিশন থেকে বাজারজাতকরণের অনুমতি নেওয়ার আগে এপিকে ফাইলটি ইনস্টল করে তা প্রদর্শন করতে হবে। না হলে অনাপত্তি দেওয়া হবে না।

চিঠি দেওয়ার দিন থেকেই নির্দেশনাটি কার্যকর হবে বলে জানানো হয়েছে। একই সঙ্গে তিন কার্যদিবসের মধ্যে প্রতিষ্ঠানগুলোকে বিজয় অ্যান্ড্রয়েড এপিকে ফাইলটি সংগ্রহ করতে বলা হয়েছে।

আনন্দ কম্পিউটার্সের ওয়েবসাইটে দেওয়া তথ্য বলছে, বিজয় বাংলা কি–বোর্ড ও সফটওয়্যার আবিষ্কারের জন্য ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বিভিন্ন পুরস্কার পেয়েছেন। আনন্দ প্রিন্টার্স এবং আনন্দ মুদ্রায়ণের প্রতিষ্ঠাতা তিনি। ১৯৮৮ সালের ১৬ ডিসেম্বর তিনি বিজয় বাংলা কি–বোর্ড ও সফটওয়্যার প্রকাশ করেন। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীন একটি সংস্থা বিটিআরসি।

Source: ProthomAlo

Tuesday, January 17, 2023

সৌরজগতের গ্রহ–উপগ্রহ এর নামকরণ করা হয় কিভাবে? International Astronomical Union

সৌরজগতের গ্রহ–উপগ্রহ এর নামকরণ করা হয় কিভাবে? International Astronomical Union

সৌরজগতের গ্রহ–উপগ্রহ এর নামকরণ করে থাকে একটা সংস্থা যার নাম International Astronomical Union (IAU)। সংস্থাটি ১৯১৯ সালে প্রতিষ্ঠিত হয়। সকল গ্রহ-উপগ্রহের নামকরণের জন্য এটিই একমাত্র স্বীকৃত সংস্থা।

এর অনেক নামকরণ অতি আদিকাল হতে চলে আসছে বা ঐতিহাসিক ভাবে প্রবর্তিত। রোমান ও গ্রিক জ্যোতিবির্দরা তাদের বিভিন্ন দেবতাদের নামানুসারে গ্রহের নামকরন করেছেন।

১. বুধ( মার্কারী)

বুধ গ্রহ সূর্যের সবচেয়ে কাছের একটি উত্তপ্ত গ্রহ। ডানা বিশিষ্ট রোমান দেবতা মার্কারী (Mercury) থেকে এসেছে মার্কারী গ্রহের নাম।

রোমান “মার্কারী”র গ্রীক নাম হার্মিস। হার্মিস হল ব্যবসা-বাণিজ্য এবং ভ্রমণের দেবতা। তাকে ঈশ্বরের বার্তাবাহকও বলা হয়ে থাকে। মার্কারী বা হার্মিসের প্রধান বৈশিষ্ট্য হলো তার প্রচণ্ড দ্রুত গতি। এই দ্রুত গতির বৈশিষ্ট্যের কারণে বুধ গ্রহের এই “মার্কারী” নামকরণ। কারন বুধ গ্রহের দ্রুতি বেশি।

২. শুক্র (ভেনাস)

শুক্র গ্রহের অবস্থান বুধ গ্রহের পরে। এটি সবচেয়ে সুন্দর গ্রহ। রোমান ভালবাসার দেবী Venus বা গ্রীক ভালোবাসা ও সৌন্দর্যের দেবী আফ্রোদিতির নামানুসারে শুক্র গ্রহের নামকরণ করা হয়। ভেনাস গ্রহের নামকরন এর অপার একটি কারন হচ্ছে এর সৌন্দর্য। আমাদের সৌরজগত এর সবচেয়ে উজ্জ্বল ও সুন্দর গ্রহ – শুক্র।

৩.পৃথিবী (আর্থ)

পৃথিবী সৌরজগতের একমাত্র মানুষ বসবাস উপযোগী গ্রহ। Earth শব্দটার নামকরণের তেমন কোন তাৎপর্যগত মানে খুঁজে পাওয়া যায়নি। প্রোটো-জার্মানিক (Proto-Germanic) শব্দ Eartho থেকে আর্থ শব্দটার উৎপত্তি বলে ধারণা করা হয়।

৪.মঙ্গল (মার্স)

এটি পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ। এর রং রক্তের মতোই লাল। রোমান যুদ্ধের দেবতা মার্স (Mars), যার গ্রীক নাম এরিস এর নামে মার্সের নামকরণ করা হয়। যুদ্ধক্ষেত্রের রক্তাক্ত যুদ্ধক্ষেত্রের মত লাল হওয়ার কারণে রোমানরা মঙ্গল এর এই নামকরণ করেছিলো।

৫.বৃহস্পতি (জুপিটার)

এটি সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ। দেবতা ও মানুষের পিতা রোমান গড জুপিটার এর নামনুসারে এর নামকরন করা হয়। সবাই তাকে গ্রীক, “জিউস ” নামেই বেশী চিনে। জুপিটারের নামকরণের কারণ কাউকে বলার প্রয়োজনই পড়েনা। জিউসের মতই প্রচণ্ড এবং বিশাল এই বৃহস্পতি গ্রহ।

বৃহস্পতি আয়তনে পৃথিবীর ১৩০০ গুণ বড়। বৃহস্পতি এতই বড় যে এর ভর সৌরজগতের সকল গ্রহের সম্মিলিত ভরের আড়াই গুণেরও বেশী। তাই সর্বাপেক্ষা শক্তিশালী দেবতার নামে বৃহস্পতির নামকরণ করা হয়।

৬.শনি ( স্যাটার্ন)

সৌরজগতের সবচেয়ে বেশি উপগ্রহ বিশিষ্ট ও আকারের দিক দিয়ে দ্বিতীয় বৃহত্তম গ্রহ এটি। জিউস, পোসাইডন, হেইডিস, এবং হেরার পিতা, অতি বিশাল টাইটান “ক্রনোস” এর রোমান নাম “Saturn” থেকে শনি গ্রহের নামকরণ করা হয়। ক্রনোস হল প্রচণ্ড নিষ্ঠুর, সন্তানভক্ষণকারী এবং টাইটানদের রাজা। শনির উপগ্রহের নামগুলো সব টাইটাইনদের নামে করা হয় যারা সবাই ক্রনোসের ভাই-বোন।

৭.ইউরেনাস

এটি আকারের দিক দিয়ে তৃতীয় বৃহত্তম গ্রহ।গ্রীক আকাশের দেবতা ইউরেনাস এর নামে ইউরেনাস গ্রহের নামকরণ করা হয়।

৮.নেপচুন

সূর্য থেকে সবচেয়ে দূরের গ্রহ এটি। নেপচুনের নামকরণ করা হয়েছে রোমান সমুদ্রের দেবতা নেপচুনের নামে, যার গ্রীক নাম পোসাইডন।

৯. প্লুটো

এটিকে এখন আর গ্রহ বলা হয় না, ২০০৬ সালে এটি গ্রহের মর্যাদা হারায়।প্লুটোর নাম রাখা হয় মৃত্যু ও পাতালপুরীর দেবতা প্লুটোর নামে, যার গ্রীক নাম হেইডিস। প্লুটোর অবস্থান এতই দূরে এবং এতই অন্ধকারাছন্ন যে প্লুটোকে পাতালপুরী মনে করা হতো।

সোর্স:বিজ্ঞানচর্চা

Monday, January 16, 2023

ইজিপ্ট Egypt কে কেন বাংলায় মিশর বলা হয়? ইজিপ্ট নাকি মিশর

ইজিপ্ট Egypt কে কেন বাংলায় মিশর বলা হয়? ইজিপ্ট নাকি মিশর

পৃথিবীর প্রায় সব দেশের নাম একটিই ব্যবহার হয়ে থাকলেও ভারত এবং মিশর সহ আরো কয়েকটি দেশ ব্যতিক্রম। আমরাই ভারত কে কখনো ভারত আবার কখনো ইন্ডিয়া বলি। মিশর কেও যখন বাংলায় বলি বা লিখি তখন ব্যবহার করি মিশর। আবার যখন ইংরেজি তে লিখি তখন লিখি ইজিপ্ট। কিন্তু আমাদের মনে কি কখনো প্রশ্ন এসেছে এসব দেশ গুলোর এরকম দুই নামের কারণটা কি। মিশর কে কেন Egypt বলা হয়?

মিশর নামকরণ

মিশর (M-i-s-r) ইতিহাস, রহস্য কালজয়ী ফারাও রাজাদের স্মৃতি নিয়ে সগৌরবে দাড়িয়ে থাকা একটি দেশ। শত শত বছরের এ ইতিহাস জুড়ে প্রচলিত ছিল ভিন্ন ভিন্ন ভাষা, ভিন্ন ভিন্ন ধর্ম এবং ভিন্ন ভিন্ন নাম। বর্তমানে দেশটির প্রাতিষ্ঠানিক নাম জুনহুরিয়াহ মিশর আল অ্যারাবিয়া (Junhuriyah Misr Al-Arabiyah) বা আরব প্রজাতান্ত্রিক মিশর।

মিশর

Friday, January 13, 2023

ডায়মন্ড কি? কিভাবে ডায়মন্ড তৈরি হয়? Diamond

ডায়মন্ড কি? কিভাবে ডায়মন্ড তৈরি হয়? Diamond

ডায়মন্ড বা হীরা মূলত কার্বনেরই সলিড ফার্ম যা মূলত অত্যাধিক তাপ, প্রেসার, ও একটি নির্দিষ্ট কন্ডিশনে অনেক সময় থাকার কারনে ফর্ম হয়। বেশিরভাগ নেচেরাল ডায়মন্ড পৃথিবীর পৃষ্ঠ হতে ১০০ মাইলেরও বেশি গভিরে, ২০০০+ ফাহ্রেনহেইট এর বেশি তাপ ও সাত লক্ষ পচিশ হাজার (৭২৫,০০০) পাউন্ড পার ইঞ্চিরও বেশি চাপে কার্বন এটম থেকে ডায়মন্ডে রুপান্তর হয়। 

ডায়মন্ড

এছাড়াও কার্বন এটম থেকে ডায়মন্ডে রুপান্তর হওয়ার সময়ও একটি বড় ফেক্টর। কার্বন এটম নেচেরাল ডায়মন্ডে রুপান্তর হতে ১ বিলিয়ন থেকে ৩.৫ বিলিয়ন সময় লেগে যায়! সুতরাং সময়টা অনেক বেশি। তবে এরপরও সকল ডায়মন্ডই জেম কুয়ালিটি বা মূল্যবান রত্ন হওয়ার যোগ্যতা অর্জন করতে পারেনা। যেসব হীরা জেম কুয়ালিটি হতে পারেনা। সেই গুলো ইন্ডাস্ট্রিয়াল কাজে ব্যাবহৃত হয়। 

মিডিয়াম ডক কমের একটি আর্টিকেল অনুযায়ী প্রথম রেকর্ডেড হিস্ট্রি হিসেবে সংশ্লিষ্ট লিপিতে খ্রিষ্ট-পুর্ব ৪ শতকে ইন্ডিয়াতে ডায়মন্ডের বিষয় জানা যায়। সেসব লিপি অনুযায়ী ইতিহাসবিদরা ধারনা করেন, খ্রিষ্ট-পুর্ব ১ হাজার বা তারও আগে দ্রাবিড় জাতি হীরা আবিষ্কার করে। প্রাচীন সেই লিপিতে মুদ্রা হিসেবে হীরার বিনিময়টি উল্যেখ ছিলো। 

ডায়মন্ড নাকফুল

বাণিজ্যের মাধ্যম হিসেবে ডায়মন্ডের ব্যাবহারের কারণে আর ইন্ডিয়া ও চায়নার সাথে প্রাচীণ ড্রেড রোড গুলোর কানেকশন থাকায় এই মূল্যবান পাথরটি ধিরে ধিরে পৌছে যায় গ্রিক ও রোমান সম্রাজ্য পর্যন্ত। 

এরপরের কয়েকশতকে এই মূল্যবান রত্ন পাথরটি ততকালীন রাজপরিবার এবং প্রভাবশালী পরিবারের কাছে একধরনের স্ট্যাটাস সিম্বল হয়ে উঠে। 

১৩০০ শতকে বিশ্বখ্যাত কোহিনুর হীরা আবিষ্কার হয় যা এই পর্যন্ত বেশ কয়েকবার হাত বদলের পর অবশেষে ব্রিটিশ রাজ পরিবারের ক্রাউন জুয়েলারি হিসেবে যায়গা করে নেয়। 

১৮০০ শতক পর্যন্ত ধারণা করা হতো ডায়মন্ড শুধু মাত্র ইন্ডিয়াতেই পাওয়া যায়। ১৮০০ শতের ইন্ডিয়ার ডায়মন্ড ডিপোজিট প্রায় শেষের দিকে চলে এলে ডায়মন্ডের অল্টারনেটিভ সোর্স খোজা শুরু হয়। যার প্রেক্ষিতে ১৭২৫ সালে ব্রাজিলে ডায়মন্ডের ছোট একটি ডিপোজিট পাওয়া গেলেও, তা তৎকালিন বৈশিক ডিমান্ড পুরনে পর্যাপ্ত ছিলোনা। 



Wednesday, January 11, 2023

Metro rail Dhaka - ঢাকা মেট্রোরেল

Metro rail Dhaka - ঢাকা মেট্রোরেল

মেট্রোরেলে সর্বনিম্ন ভাড়া ২০ টাকা। দিয়াবাড়ী থেকে আগারগাঁওয়ের ভাড়া ৬০ টাকা।  কমলাপুর পর্যন্ত ভাড়া হবে ১০০ টাকা। শিক্ষার্থীদের জন্য হাফ পাস নেই। ভাড়া লাগবে না যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও তিন ফুটের কম উচ্চতার শিশুদের। স্মার্ট কার্ডে ভাড়া পরিশোধ করলে ১০ শতাংশ ছাড় পাবেন যাত্রীরা।

বিনা ভাড়ায় বা অতিরিক্ত ভ্রমণ করলে ১০ গুণ জরিমানা গুনতে হবে। এ ছাড়া ট্রেন ও স্টেশনে ধূমপান, পান খাওয়া নিষেধ। পোষা প্রাণী নিয়ে চড়া যাবে না মেট্রোতে। বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য রয়েছে নানা সুবিধা। নারী ও শিশুদের জন্য থাকছে বিশেষ সুবিধা।

মেট্রোরেল চলবে বিদ্যুতে। জাতীয় গ্রিড থেকে পাঁচটি বিকল্প সংযোগ রয়েছে। তাই লোডশেডিংয়ের শঙ্কা নেই।

টিকিট কাটবেন যেভাবে

মেট্রোরেলে দুই ধরনের টিকিটের ব্যবস্থা রাখা হয়েছে। একটি দীর্ঘ মেয়াদে ব্যবহারের এমআরটি পাস, অন্যটি দিয়ে চড়া যাবে একবার। শুরুতে কেবল মেট্রোরেল স্টেশনের কাউন্টার থেকে নির্দিষ্ট জামানত দিলে মিলবে এমআরটি পাস।

আর একবারের যাত্রার জন্য টিকিট মিলবে স্টেশনে থাকা কাউন্টার এবং পাশের স্বয়ংক্রিয় ‘টিকিট মেশিন’ থেকে। যাত্রা শেষে নির্ধারিত মেশিনে টিকিট কার্ডটি ফেরত দিলে তবেই স্টেশন থেকে বের হতে পারবেন যাত্রীরা।

মেট্রোরেলের নির্মাণ খরচ

মেট্রোরেলের প্রথম পরিকল্পনা নেওয়া হয়েছিল ২০০৫ সালে। রাজধানীর জন্য তৈরি কৌশলগত পরিবহন পরিকল্পনায় (এসটিপি) বলা হয়েছিল মেট্রোরেলের কথা। মেট্রোরেলের মোট ব্যয় প্রায় ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা। এরমধ্যে জাইকা ঋণ দিচ্ছে ১৯ হাজার ৬৭৫ কোটি ৭০ লাখ টাকা। বাকি ১৩ হাজার ৭৯৬ কোটি ২৯ লাখ টাকা সরকারি তহবিল থেকে খরচ করা হবে। ঋণের গ্রেস পিরিয়ড ১০ বছর। পরিশোধ করতে হবে ৩০ বছরের মধ্যে।



Tuesday, January 10, 2023

Bangabandhu Satellite 1

Bangabandhu Satellite 1

A satellite refers to an artificial body placed in orbit a round the earth or another planet in order to collect information or for communication. The bangabandhu satellite-1 is the first Bangladeshi geostationary communications satellite. The satellite has been named after the father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman.

It was designed and manufactured by Thales Alenia space and its launch provider was spaceX. Its launch station was Kennedy space Center on Merrit Island, Florida, USA and the ground control stations are in Betbunia and Gazipur in Bangladesh. The satellite was expected to be located at the 119.1° East longitude gestationary slot.

With a total mass of 3700 KG and powered by to deploybal solar arrays and batteries, the expected longevity of the satellite is 15 years. The satellite provides Ku- band and C- band television broadcast and data relay services across Bangladesh and neighbouring areas. This satellite will bring about enormous development and on interrepreted telecommunication system in Bangladesh.

At present, the countries television channels have been ranking bandwidth from Chinese, Indian and Singaporean satellite at a cost of about $14 million a year. It is expected that Bangladesh will not only save such amount of money in the future but also would earn a lot by letting other countries to lease the unused bandwidth. The launch of satellite Bangabandhu-1 by Bangladesh brings both prospects and challenges as it is expected to help the country save foreign currency, while the challenges remain in effectively running the venture.



Sunday, January 8, 2023

A Winter Morning

A Winter Morning

A winter morning is cold and foggy. Everything seems hazy and indistinct. Grasses are wet with dew drops. However, when the sun rises, dew drops sparkle like pearls. Old people and children shiver in cold. Poor people gather straw and make fire to bask in the heat. Animals,too,are helpless. They hide themselves in the corner of the house and try to save themselves from the biting cold outside. People get up late in the morning. Elderly people and children usually get up a bit late to evade cold of the early morning.

Working people go out when the fog disappears and the sun seems brighter. People sometimes eat homemade cakes with 'date juice' and enjoy the warmth of the early sun while sitting outside their homes.

Bangladesh settled abroad, make it a point to return and spend the winter in Bangladesh. They find the winter here pleasant as the winter in any European country is tremendously cold. A winter morning in Bangladesh is thus quite fascinating for them. My personal feeling about a winter morning is that it is a name for the poor but a boon for the rich.



Natural Calamities

Natural Calamities

Natural calamity means disaster caused by nature nature. Bangladesh is called a land of natural calamities because she is affected by various natural disaster like flood, cyclone, drought, river erosion ,storm ,earthquake etc. Natural calamities are common occurrence here. Every year they bring about devastating effects on the people of the country.

Among these devastating forces of nature, floods and cyclones are the most common, which visit Bangladesh several times a year. Heavy rainfall and inadequate drainage system all over the country are some of the cause of flood. Flood water and cyclones wash away houses and cattle, damage crops, uproot trees, and make life unstable for some time.

The miseries of the flood and cyclone affected people know no bounds. They take shelter in tents. The suffer from want of foods, clothes, medicines etc. Sometimes, diseases like cholera and diarrhea break out in the affected areas. It can be said that natural calamities for a country like Bangladesh are destructive.

So, steps should be taken to mitigate their adverse effects for the greater interest of the country. The government and NGOs should come forward to help the victims during natural calamities.

Saturday, January 7, 2023

E-mail

E-mail

An e-mail is a way of sending messages and data to other people by means of computers connected together with a network. The word ' e-mail' actually stands for electronic mail. E-mail saves a lot of paper. It has less trouble. Privacy is ensured in e-mail. E-mail transmission is very speedy. It is four times faster than fax and ten times faster than Telex. In an e-mail, we can send different kinds of document. For all these reasons, people prefer e-mail to Telex. 

In spite of all these advantage,it is somewhat difficult to maintain e-mail in a developing country like Bangladesh, because it costs us money. It' needs a computer, network connection and so on to use e-mail. But since most of the people of our country are poor, they cannot afford all these valuable accessories needed for e-mail.

For these reasons,it is still somewhat difficult to maintain e-mail in a developing country like ours.



Friday, January 6, 2023

হাই ডেফিনিশন HD ম্যাপ তৈরি করলো গুগল

হাই ডেফিনিশন HD ম্যাপ তৈরি করলো গুগল

গুগল টেক জায়ান্টের নেটিভ অ্যান্ড্রয়েড অটোমোটিভ অপারেটিং সিস্টেম সহ গাড়ির জন্য গুগল ম্যাপের একটি একেবারে নতুন হাই-ডেফিনিশন সিস্টেম চালু করছে। যা কেবল অটোমোবাইল কারের জন্য। এই হাই ডেফিনিশন ম্যাপটা হবে সম্পুর্ন HD কুয়ালিটি।



মানচিত্রটি এমন কিছু  বিবরণ প্রদান করবে যা পূর্বে উপলব্ধ ছিল না, যেমন লেন চিহ্নিতকরণ, রাস্তার চিহ্ন এবং ট্রাফিক বাধা ইত্যাদি সাথেত HD থাকছেই!

কোন কোন গাড়িতে হাই গুগল হাই-ডেফিনিশন ম্যাপ দেখা যাবে?

নতুন HD মানচিত্র পাওয়া প্রথম যানবাহন হবে Volvo EX90, সুইডিশ অটোমেকারের নতুন ফ্ল্যাগশিপ বৈদ্যুতিক যান এই বছরের শেষের দিকে, এবং Polestar 3, ভলভো-সমর্থিত পারফরম্যান্স মার্কের প্রথম SUV। Volvo EX90 এবং Polestar 3 একই প্ল্যাটফর্ম শেয়ার করবে, Volvo's Scalable Product Architecture (SPA2), এবং উভয়ই Android Automotive ব্যবহার করে, যা Google-এর নেটিভ ইন-কার অপারেটিং সিস্টেম।

হাই ডেফিনিশন ম্যাপের সুবিধা

ভলভো এবং পোলেস্টার উভয়ই আরও সুনির্দিষ্ট, নিরাপদ উন্নত ড্রাইভার-সহায়তা বৈশিষ্ট্যের দিকে একটি পদক্ষেপ হিসাবে Google-এর এইচডি মানচিত্রটির ব্যাবহার করা হবে। এর মধ্যে রয়েছে ভলভোর পাইলট অ্যাসিস্টের মতো তথাকথিত "অনিয়ন্ত্রিত" ড্রাইভিং বৈশিষ্ট্যগুলি, যা অটোমেকার দাবি করে যে হাইওয়ে ড্রাইভিংয়ের নির্দিষ্ট প্রসারণের জন্য ড্রাইভারদের স্টিয়ারিং হুইল থেকে তাদের হাত এবং রাস্তা থেকে চোখ সরিয়ে নিতে সক্ষম করবে৷ 

ক্যামেরা, রাডার এবং লিডারের মতো গাড়ির সেন্সর থেকে ইনপুট সহ Google-এর HD মানচিত্র দ্বারা প্রদত্ত রাস্তার ডেটা প্রতিটি গাড়ির এনভিডিয়া কম্পিউটিং সিস্টেম দ্বারা প্রক্রিয়া করা হবে, যা চালক-সহায়তা ফাংশনগুলিকে ক্ষমতা দিবে৷

"বিশ্বের ম্যাপিংয়ের আমাদের দীর্ঘ ইতিহাসের উপর ভিত্তি করে, Google-এর নতুন HD মানচিত্রটি বিশেষভাবে অটোমেকারদের জন্য ডিজাইন করা হয়েছে এবং ব্যাপক লেন-স্তর এবং স্থানীয়করণ ডেটা প্রদান করে যা পরবর্তী প্রজন্মের সহায়ক এবং স্বায়ত্তশাসিত ড্রাইভিং সিস্টেমগুলিকে শক্তিশালী করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ," বলেছেন জর্গেন বেহরেন্স, ভিপি এবং জিও অটোমোটিভের জেনারেল ম্যানেজার, গুগল, একটি বিবৃতিতে। "আমরা সর্বত্র চালকদের নিরাপত্তা এবং স্বাচ্ছন্দ্য উন্নত করতে ভলভোর মতো নেতৃস্থানীয় অটোমেকারদের সাথে অংশীদারিত্ব চালিয়ে যেতে উত্তেজিত।"

গুগল কীভাবে তার এইচডি মানচিত্র তৈরি করে সে সম্পর্কে কোনও বিশদ সরবরাহ করেনি, এই বৈশিষ্ট্যটি কেবলমাত্র গুগল অটোমোটিভ পরিষেবা ব্যবহার করে এমন অটোমেকারদের জন্য উপলব্ধ হবে। Google-এর মতে, Google Automotive Services বলতে বোঝায় "যখন একটি গাড়িতে Google অ্যাপ এবং পরিষেবা যেমন Google Assistant, Google Maps এবং Google Play Store সরাসরি গাড়ির সাথে একত্রিত থাকে যাতে সেগুলি অ্যাক্সেস করার জন্য আপনার ফোনের প্রয়োজন হয় না।" এটি অ্যান্ড্রয়েড অটোমোটিভ থেকে আলাদা, যা অ্যান্ড্রয়েড সফ্টওয়্যার দ্বারা চালিত একটি অন্তর্নির্মিত অপারেটিং সিস্টেম।

Google আরও উল্লেখ করেছে যে Waze, যেটি সম্প্রতি এম্বেড করা অ্যান্ড্রয়েড অটোমোটিভ ওএস সহ কয়েকটি রেনল্ট গাড়িতে এসেছে, আরও যানবাহনে পৌঁছাবে এবং বলেছে যে এটি YouTube অ্যাপটিকে "শীঘ্রই" Google Play-এর মাধ্যমে উপলব্ধ করবে।

কিছু অটোমেকার, যেমন স্টেলান্টিস, অ্যান্ড্রয়েড অটোমোটিভ দিয়ে গাড়ি শিপিং করছে, কিন্তু গুগল অটোমোটিভ পরিষেবা ব্যবহার করছে না। 2021 Pacifica-এ চালু হওয়া অটোমেকারের Uconnect 5 সিস্টেমটি Android Automotive দ্বারা চালিত। যাইহোক, স্টেলান্টিস তার ম্যাপিং এবং ডিজিটাল সহকারী ফাংশনের জন্য যথাক্রমে টমটম এবং অ্যামাজনের অ্যালেক্সা ব্যবহার করার পরিবর্তে গুগলের নেটিভ অ্যাপগুলি ব্যবহার না করা বেছে নিয়েছে।

এরকম ইনফরমেটিভ তথ্য পেতে আমাদের ওয়েবসাইট mrantorali.com - ফলো করে রাখুন।


Thursday, January 5, 2023

E- learning

E- learning

E-learning is the use of electronic media and communication technologies in education. Bernard Luskin, a pioneer of e- learning, says that the 'e' should be interpreted to mean "exciting, energetic, enthusiastic, emotional, extended, excellent, and educational" in addition to ' Electronic'. E-learning includes numbers types of media for delivering text, audio, images, animation and streaming video etc. E-learning can take place in or if the classroom. It is suited to distance learning and flexible learning. There are many advantage in online and computer based learning when compared to traditional face-to-face course and lectures. Class work can be scheduled around work and family. It reduces travel time and transportation costs for students. 

Student's can study anywhere, if they have access to a computer and internet connection. Student's may select their level of knowledge and interest. They can develop knowledge of the internet and computer skills that will help learner's throughout their lives and careers.

Successful completion of online or computer based course builds self-confidence in students. There are a few disadvantages as well. Learner's with bad study habits may fall behind. Student's may feel isolated from the instructor and classmates. Instructor may not always be available when students are studying or need help. However, in addition to traditional learning, e-learning can help learner's in many ways.



Food habits of people in villages and cities in Bangladesh

Food habits of people in villages and cities in Bangladesh

Bangladesh is a land of villages. There are 85 thousand villages in our country. Apart from villages, there are many towns in our country as well. In fact, the country and the town folks together constitute our population. Bangladesh has a rich cultural heritage.

Eating habit, being a part of this culture, is rich and varied with the use of many spices. Rice is our staple food . It is served boiled with a variety of vegetables, curry, lentil soup,fish and meat. Fish is another principal items of food next to boiled rice . Boiled rice and fish are common to both rural and urban people. 

Polao is another item of food common to both rural and urban people. Again, there are some foods like snakes, sweet, pithas etc.  Which are enjoyed by both urban and rural people . However, the village people mostly like pithas, date juice, chira, muri, khai etc. While the town's people mostly like snakes, sandwich, burger, singers, somucha, etc.

 Nowadays, the modern people in our country are fond of different varieties of fast foods like shwarma, grill, fried chicken, french fries etc. That is to say, the rural and urban people vary in their choices of food items in our country.



Wednesday, January 4, 2023

Load Shedding Fect

Load Shedding Fect

Electricity is the key driving force of the current world. Continuous and uninterrupted supply of electricity ensures the smith function of daily activities in all speheres of life. However, the failure of electricity at present has become a matter of concern to us. 

Normal life comes to a halt for load shedding. It is a bitter truth that acote shortage in the supply of electricity is incurring a big loss in all social and economic institutions across the country. The supply of electricity is less than the required in our locality. Student's cannot concentrate on their study. They are in a helpless situation.

Load shedding has added salt to the injury to the smooth operation of the health complex here . In addition to this , the production at the sugar mills has faced the bottom due to it. The people are now passing a critical moment for this. The problems have frequently been brought to the attention of the local authority , which actually produced no result . 

The problems need immediate measures for a way out the overall welfare of the locality and and the people living here . To conclude, we do hope authority will take all urgent steps for the greater interest of the people without any delay.



অ্যান্ড্রয়েড DPI কী?

অ্যান্ড্রয়েড DPI কী?

DPI এর পূ্ণরূপ হলো "Dots Per Inch"। এটি একটি পরিমাপ যা একটি ভিডিও আর রঙিন ছবির নিয়তি, যা  i e অর্থাৎ "id east"।

এই "id east" এর পরিমান টা Dots (বিন্দু) ই পারবে একটা পর্যায়ে নিয়ে যেতে। 

যেমন: একটা লাইন কখনো  1 ইঞ্চি আর  2.54 সেন্টিমিটার এর জন্য একটি width বা প্রস্থ।

প্রযুক্তিগত দিক থেকে "Dots Per Inch" হলো একটি প্রিন্টার এর অংশ।


অ্যান্ড্রয়েড অনুযায়ী DPI এর সঠিক ব্যবহার


প্রত্যেকটি অ্যান্ড্রয়েড ফোন এ নির্দিষ্ট DPI থাকে।

যা ফোনের প্রত্যেকটি apps কে ডেক্সটপ সাইজ অর্থাৎ ছোট্ট সাইজ এর করে ফেলে। আবার যারা অনলাইন গেম খেলে ,যেমন: "Free Fire", "PUBG" র মতো গেম গুলো খেললে DPI ব্যাবহার করলে গেম টা অনেক স্মুথ খেলা যায়। গেম এর অনেক সেনসিটিভিটি বেড়ে যায় যার ফলে গেম খেলতে অনেক ভালো লাগে। কিন্তূ একটা জিনিস আমাদের সব সময় মনে রাখতে হবে , ফোন "DPI" যতটুকু যার ফোনে সাপোর্টেড তার থেকে বেশি "DPI" বাড়ানো ঠিক হবে না । কারণ, করো ফোনে "DPI" যদি 800থাকে সেই ক্ষেত্রে সেই ফোনে 400র ওপর এ বা 800এর অপর এ "DPI" দিলে ফোন এর সটওয়্যার পরে যাওয়ার সম্ভবনা রযেছে।

তাই আমাদের "DPI" বাড়ানো থেকে বিরতি থাকতে হবে আর না হলে , যখন আমরা গেম খেলবো তখন পর্যাপ্ত পরিমাণে একটু DPI বাড়াবো। আবার গেম খেলা শেষ হলে  "DPI" আবার আগের মতো অর্থাৎ যত ফোন  DPI দেওয়া থাকে তা দিলে ফোন এর কোনো ক্ষতি হবে না।


 


সন্তানের জন্য বৃদ্ধ বাবার লেখা অসাধারন এক চিঠি

সন্তানের জন্য বৃদ্ধ বাবার লেখা অসাধারন এক চিঠি

প্রিয় সন্তান,

আমি তোমাকে ৩ টি কারনে এই চিঠিটি লিখছি ️


১। জীবন, ভাগ্য এবং দুর্ঘটনার কোন নিশ্চয়তা নেই, কেউ জানে না সে কতদিন বাঁচবে।


২। আমি তোমার বাবা, যদি আমি তোমাকে এই কথা না বলি, অন্য কেউ বলবে না।


৩। যা লিখলাম, তা আমার নিজের ব্যক্তিগত তিক্ত অভিজ্ঞতা- এটা হয়তো তোমাকে অনেক অপ্রয়োজনীয় কষ্ট পাওয়া থেকে রক্ষা করতে পারে।


জীবনে চলার পথে এগুলো মনে রাখার চেষ্টা করঃ


১। যারা তোমার প্রতি সদয় ছিল না, তাঁদের উপর অসন্তোষ পুষে রেখোনা। কারন তোমার মা এবং আমি ছাড়া তোমার প্রতি সুবিচার করা কারো দায়িত্বের মধ্যে পড়েনা। আর যারা তোমার সাথে ভালো ব্যবহার করেছে, তোমার উচিত সেটার সঠিক মূল্যায়ন করা এবং কৃতজ্ঞ থাকা। তবে তোমার সতর্ক থাকতে হবে এজন্য যে, প্রতিটি মানুষেরই প্রতি পদক্ষেপের নিজ নিজ উদ্দেশ্য থাকতে পারে। একজন মানুষ আজ তোমার সাথে ভালো- তার মানে এই নয় যে সে সবসময়ই ভালো থাকবে। কাজেই খুব দ্রুত কাউকে প্রকৃত বন্ধু ভেবোনা।


২। জীবনে কিছুই কিংবা কেউই "অপরিহার্য" নয়, যা তোমার পেতেই হবে। একবার যখন তুমি এ কথাটির গভীরতা অনুধাবন করবে, তখন জীবনের পথ চলা অনেক সহজ হবে, বিশেষ করে যখন বহুল প্রত্যাশিত কিছু হারাবে কিংবা তোমার তথাকথিত আত্মীয়-স্বজনকে তোমার পাশে পাবেনা।


৩। জীবন সংক্ষিপ্ত। আজ তুমি জীবনকে অবহেলা করলে, কাল জীবন তোমাকে ছেড়ে চলে যাবে। কাজেই জীবনকে তুমি যতো তাড়াতাড়ি মূল্যায়ন করতে শিখবে, ততোই বেশী উপভোগ করতে পারবে।


৪। ভালবাসা একটি ক্ষণস্থায়ী অনুভূতি ছাড়া কিছুই নয়। মানুষের মেজাজ আর সময়ের সাথে সাথে এই অনুভূতি বিবর্ণ হবে। যদি তোমার তথাকথিত কাছের মানুষ তোমাকে ছেড়ে চলে যায় তবে ধৈর্য ধরো, সময় তোমার সব ব্যথা-বিষন্নতা কে ধুয়ে-মুছে দেবে। কখনো প্রেম-ভালবাসার মিষ্টতা এবং সৌন্দর্যকে নিয়ে বাড়াবাড়ি করবেনা, আবার ভালবাসা হারিয়ে বিষণ্ণতায়ও অতিরঞ্জিত হবে না।


৫। অনেক সফল লোক আছেন যাদের হয়তো উচ্চশিক্ষা ছিলনা -এর অর্থ এই নয় যে তুমিও কঠোর পরিশ্রম বা শিক্ষালাভ ছাড়াই সফল হতে পারবে! তুমি যতোটুকু জ্ঞানই অর্জন করোনা কেন, তাই হলো তোমার জীবনের অস্ত্র। কেউ ছেঁড়া কাঁথা থেকে লাখ টাকার অধিকারী হতেই পারে, তবে এজন্য তাকে অবশ্যই পরিশ্রম করতে হবে।


৬। আমি আশা করি না যে, আমার বার্ধক্যে তুমি আমাকে আর্থিক সহায়তা দিবে। আবার আমিও তোমার সারাজীবন ধরে তোমাকে অর্থ সহায়তা দিয়ে যাবনা। যখনি তুমি প্রাপ্তবয়স্ক হবে, তখনি বাবা হিসেবে আমার অর্থ-সহায়তা দেবার দিন শেষ। তারপর তোমাকেই সিদ্ধান্ত নিতে হবে- তুমি কি পাবলিক পরিবহনে যাতায়াত করবে নাকি নিজস্ব লিমুজিন হাঁকাবে; গরীব থাকবে নাকি ধনী হবে।


৭। তুমি তোমার কথার মর্যাদা রাখবে, কিন্তু অন্যদের কাছে তা আশা করোনা। মানুষের সাথে ভালো আচরন করবে, তবে অন্যরাও তোমার সাথে ভালো থাকবে- তা প্রত্যাশা করবেনা। যদি তুমি এটি না বুঝতে পারো, তবে শুধু অপ্রয়োজনীয় যন্ত্রণাই পাবে।


৮। আমি অনেক বছর ধরে লটারি কিনেছি, কিন্তু কখনও কোন পুরষ্কার পাইনি। তার মানে হলো এই যে, যদি তুমি সমৃদ্ধি চাও তবে কঠোর পরিশ্রম করতে হবে। বিনামূল্যে কোথাও কিছু জুটবে না।


৯। তোমার সাথে আমি কতোটা সময় থাকবো- সেটা কোন ব্যাপার না বরং চলো আমরা আমাদের একসাথে কাটানো মুহুর্তগুলো উপভোগ করি ...মূল্যায়ন করি।


ইতি

ভালোবাসা সহ,️

তোমার বাবা



Monday, January 2, 2023

সবচেয়ে সস্তায় ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার 5G Redmi ফোন

সবচেয়ে সস্তায় ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার 5G Redmi ফোন

মোবাইল সবচেয়ে সস্তায় ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার 5G Redmi ফোন, সবার বাজেটের মধ্যে হাজির

মোবাইল

সবচেয়ে সস্তায় ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার 5G Redmi ফোন, সবার বাজেটের মধ্যে হাজির

রেডমি নোট ১১ প্রো প্লাস এক্সচেঞ্জ অফারেও কেনা যাবে। পুরানো ফোন বদলে ১৮,৫০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হবে।

Redmi Note 11 Pro Plus 5G Price Drop

Redmi-র একটি জনপ্রিয় ফোন এখন সস্তায় পাওয়া যাচ্ছে। আসলে আগামী ৫ জানুয়ারি কোম্পানি ভারতে Redmi Note 12 সিরিজ লঞ্চ করতে চলেছে। তার আগে Redmi Note 11 Pro+ বাম্পার ডিসকাউন্টে কেনা যাবে। সাথে ব্যাংক অফার ও এক্সচেঞ্জ অফারের লাভ ওঠানো যাবে। যারপর এটি অনেকটাই কমে যাবে। আসুন Redmi Note 11 Pro+ কত কমে কোথায় পাওয়া যাচ্ছে দেখে নেওয়া যাক।

Redmi Note 11 Pro+ কিছুমাস আগে ২০,৯৯৯ টাকা প্রারম্ভিক মূল্যে এই 5G ফোনটি ভারতে আসে। তবে অ্যামাজনে এখন এর ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১৯,৯৯৯ টাকা। অর্থাৎ ১,০০০ টাকা ছাড় পাওয়া যাচ্ছে।

আবার ICICI ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা এই ডিভাইসটি কেনার সময় ২,০০০ টাকা অতিরিক্ত ডিসকাউন্ট পাবেন। ফলে দাম কমে ১৭,৯৯৯ টাকা হয়ে যাবে। এছাড়া Yes ব্যাংকের কার্ড ব্যবহার করলেও ৭.৫ শতাংশ ছাড় মিলবে। সর্বোচ্চ ১৫০০ টাকা পাওয়া যাবে বলে অ্যামাজন তাদের ওয়েবসাইটে নিশ্চিত করেছে।

তবে অফার এখনও শেষ হয়নি। রেডমি নোট ১১ প্রো প্লাস এক্সচেঞ্জ অফারেও কেনা যাবে। পুরানো ফোন বদলে ১৮,৫০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হবে। ফলে বলার অপেক্ষা রাখে না যে, ডিভাইসটি অনেক কমে পকেটস্থ করা যাবে।

এই ফোনে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৭ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ ৫জি প্রসেসর। এতে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান।



২৫ মিনিটে ফুল চার্জ হবে OnePlus 11

২৫ মিনিটে ফুল চার্জ হবে OnePlus 11

ওয়ানপ্লাস তাদের পরবর্তী প্রজন্মের OnePlus 11 হ্যান্ডসেটটি দেশীয় বাজারে লঞ্চের জন্য প্রস্তুতি নিচ্ছে। কোম্পানি আগামী ৪ জানুয়ারি চীনে এই নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি লঞ্চ করবে বলে নিশ্চিত করেছে। তবে, এর লঞ্চের আগে ওয়ানপ্লাস একটি নতুন সুপারভোক (SuperVOOC) ফাস্ট চার্জার উন্মোচন করেছে। এই নয়া OnePlus 100W SuperVOOC চার্জারটিতে ডুয়েল পোর্ট রয়েছে। এটি একটি ইউএসবি টাইপ-সি পোর্ট এবং একটি ইউএসবি টাইপ-এ পোর্টের সাথে এসেছে। চার্জারটির প্রধান আকর্ষণ বা “ইউএসপি” হল, এটি ১০০ ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এছাড়া, এই সুপারভোক চার্জারটি ৬৫ ওয়াট পর্যন্ত পিডি চার্জিং সাপোর্ট করে, যা বেশিরভাগ মোবাইল, ল্যাপটপ এবং ট্যাবলেটের সাথে কম্প্যাটিবল। আসুন এই চার্জারটির সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

OnePlus বাজারে আনলো নতুন ১০০ ওয়াটের SuperVOOC চার্জার


রিপোর্ট অনুযায়ী, নতুন ওয়ানপ্লাস ১০০ ওয়াট সুপারভোক চার্জারটি ২৫ মিনিটের মধ্যে আসন্ন ওয়ানপ্লাস ১১ ফ্ল্যাগশিপ ফোন কে সম্পূর্ণ চার্জ করতে পারবে। যদিও, এই চার্জারটি হ্যান্ডসেটের রিটেইল বাক্সে অন্তর্ভুক্ত থাকবে কিনা, তা এখনও জানা যায়নি। তবে এখনও পর্যন্ত, ওয়ানপ্লাস তাদের ডিভাইসগুলির সাথে একটি ইউএসবি টাইপ-এ পোর্ট সহ সুপারভোক ফাস্ট চার্জার অফার করেছে। এই মুহূর্তে সংস্থার লেটেস্ট প্রিমিয়াম স্মার্টফোন, ওয়ানপ্লাস ১০টি-কে একটি ১৫০ ওয়াট ফাস্ট চার্জারের সাথে বিক্রি করা হয়।

প্রসঙ্গত, ওয়ানপ্লাস ১১ মডেলটি ১০০ ওয়াট সুপারভোক ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে। যদিও কোম্পানির তরফে এটা নিশ্চিত করা হয়নি, তবে বেশ কিছু রিপোর্টে প্রকাশ করা হয়েছে যে, কোম্পানির লেটেস্ট ফ্ল্যাগশিপে ১৫০ ওয়াট সুপারভোক চার্জিং সাপোর্ট করবে না। তাও, ১০০ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সাথে ওয়ানপ্লাস ১১ সিরিজটি বিদ্যমান ১০ প্রো-এর থেকে এগিয়ে থাকবে, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ গত বছরের শুরুতে লঞ্চ হয়। ওয়ানপ্লাস ১১-এর অন্যান্য বিবরণও অনলাইনে ফাঁস হয়েছে। আসুন এগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।

OnePlus 11-এর সম্ভাব্য স্পেসিফিকেশন

ওয়ানপ্লাসের পরবর্তী ফ্ল্যাগশিপ ফোনে ২কে (2K) রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭ ইঞ্চির ই৪ অ্যামোলেড (E4 AMOLED) ডিসপ্লে প্যানেল থাকবে বলে জানা গেছে। এই স্ক্রিনটি কার্ভড হবে এবং এর ওপরের বাম কোণে একটি পাঞ্চ-হোল কাটআউট অবস্থান করবে। OnePlus 11 কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর দ্বারা চালিত হবে। ফোনটি ১২ জিবি / ১৬ জিবি এলপিডিডিআর৫এক্স র‍্যাম এবং ২৫৬ জিবি /৫১২ জিবি ইউএফএস ৪.০ স্টোরেজ অফার করবে বলে নিশ্চিত করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য, OnePlus 11-এর ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে। হ্যাসেলব্লাড-টিউনড এই ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৯০ প্রাইমারি ক্যামেরা, একটি ৪৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং একটি ৩২ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা অন্তর্ভুক্ত থাকবে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য, ফোনের সামনে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর দেখা যাবে।

পাওয়ার ব্যাকআপের জন্য, OnePlus 11-এ শক্তিশালী ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে। হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কালারওএস ১৩ (ColorOS 13) ইউজার ইন্টারফেসে রান করবে। ওয়ানপ্লাসের এই নয়া ডিভাইসটির ওজন হবে প্রায় ২০৫ গ্রাম। জল এবং ধুলো প্রতিরোধের জন্য, OnePlus 11 আইপি৫৪ রেটিং সহ আসবে বলেও শোনা যাচ্ছে। সবশেষে, ডিভাইসটি চীন এবং অন্যান্য বাজারে ব্ল্যাক এবং গ্রীন কালার অপশনে পাওয়া যাবে।

উল্লেখ্য, সাম্প্রতিক একটি লিক থেকে জানা গেছে যে, OnePlus 11-এর ভারতীয় মূল্য ৫৫,০০০ টাকা থেকে ৬৫,০০০ টাকার মধ্যে হবে। ওয়ানপ্লাস জানিয়েছে যে, ফোনটি আগামী ৭ ফেব্রুয়ারি এদেশে লঞ্চ হবে। এই ফ্ল্যাগশিপ ডিভাইসটির পাশাপাশি কোম্পানি তাদের Buds Pro 2 ট্রু ওয়্যারলেস স্টিরিও (TWS) ইয়ারবাডটিও ভারতে উন্মোচন করবে।



Sunday, January 1, 2023

ইবরাহিম আলাইহিস সালামের দোয়া

ইবরাহিম আলাইহিস সালামের দোয়া

 মানব জাতিকে হেদায়াতের জন্য কুরআন নাজিল হয়েছে। এ কুরআনে স্রষ্টার অস্তিত্ব ও সৃষ্টির উদ্দেশ্যসহ মানুষ কিভাবে ইবাদত করবে, কল্যাণ চাইবে, অকল্যাণ থেকে নাজাত পাবে, পাপ-পংকিলতা থেকে মুক্তি মিলবে, সর্বোপরি কিভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে তা উল্লেখ করেছেন। যুগে যুগে নবি-রাসুলগণ কিভাবে আল্লাহ্‌র কাছে দোয়া করতেন, কী কী বিষয় প্রার্থনা করতেন তা পর্যায়ক্রমে তুলে ধরা হবে ইনশাআল্লাহ। হজরত ইবরাহিম আলাইহিস সালাম ও তাঁর অনুসারিগণ যেভাবে দোয়া করতেন। তা এই-

رَبَّنَا عَلَيْكَ تَوَكَّلْنَا وَ إِلَيْكَ أَنَبْنَا وَ إِلَيْكَ الْمَصِيْرُ رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِلَّذِيْنَ كَفَرُوْا وَ اغْفِرْلَنَا رَبَّنَا إِنَّكَ أَنْتَ الْعَزِيْزُ الْحَكِيْمُ

উচ্চারণ : রাব্বানা- আ’লাইকা তাওয়াককালনা- ওয়া ইলাইকা আ’নাবনা ওয়া ইলাইকাল মাচি-র। রাব্বানা লা- তাঝআ’লনা- ফিতনাতান লিল্লাজি-না কাফারু- ওয়াগফিরলানা- রাব্বানা ইন্নাকা আংতাল আ’যি-যুল হাকি-ম।
অর্থ : ‘হে আমাদের প্রতিপালক! আমরা তোমারই ওপর নির্ভর করেছি, তোমারই অভিমুখী হয়েছি এবং প্রত্যাবর্তন তো তোমারই নিকট। ‘হে আমাদের প্রতিপালক! তুমি আমাদেরকে কাফিরদের পীড়নের পাত্র কর না। হে আমাদের প্রতিপালক! তুমি আমাদের ক্ষমা কর; তুমি তো পরাক্রমশালী, প্রজ্ঞাময়।’ (সূরা মুমতাহিনা : আয়াত ৪-৫)

নবি-রাসূলগণ কাফিরদের সীমা লঙ্ঘন থেকে বেঁচে থাকতে এ দোয়া করতেন-

رَبَّنَا اغْفِرْلَنَا ذُنُوْبَنَا وَ إِسْرَافَنَا فِيْ أَمْرِنَا وَ ثَبِّتْ أَقْدَامَنَا وَ انْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِيْنَ

উচ্চারণ : রাব্বানাগফিরলানা- জুনু-বানা- ওয়া ইসরা-ফানা- ফি- আমরিনা- ওয়া ছাব্বিত আক্বদা-মানা- ওয়াংচুরনা- আ’লাল ক্বাওমিল কাফিরি-ন।

অর্থ : ‘হে আমাদের প্রতিপালক! আমাদের পাপ এবং আমাদের কাজে সীমা লঙ্ঘন তুমি ক্ষমা কর, আমাদের পা সুদৃঢ় রাখ এবং কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের সাহায্য কর।’ (সূরা ইমরান : আয়াত ১৪৭)

সুতরাং ফিতনা-ফাসাদের বেড়াজাল থেকে মুক্তি পেতেই উপরোক্ত ভাষায় আল্লাহর নিকট প্রার্থণা করা উচিত। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে নবি-রাসুলগণের শিখানো ভাষায় কল্যাণ কামনাসহ তাঁর সন্তুষ্টি অর্জনে অবনত মস্তকে ক্ষমা প্রার্থনার তাওফিক দান করুন। আমিন