Showing posts with label DPI. Show all posts
Showing posts with label DPI. Show all posts

Wednesday, January 4, 2023

অ্যান্ড্রয়েড DPI কী?

অ্যান্ড্রয়েড DPI কী?

DPI এর পূ্ণরূপ হলো "Dots Per Inch"। এটি একটি পরিমাপ যা একটি ভিডিও আর রঙিন ছবির নিয়তি, যা  i e অর্থাৎ "id east"।

এই "id east" এর পরিমান টা Dots (বিন্দু) ই পারবে একটা পর্যায়ে নিয়ে যেতে। 

যেমন: একটা লাইন কখনো  1 ইঞ্চি আর  2.54 সেন্টিমিটার এর জন্য একটি width বা প্রস্থ।

প্রযুক্তিগত দিক থেকে "Dots Per Inch" হলো একটি প্রিন্টার এর অংশ।


অ্যান্ড্রয়েড অনুযায়ী DPI এর সঠিক ব্যবহার


প্রত্যেকটি অ্যান্ড্রয়েড ফোন এ নির্দিষ্ট DPI থাকে।

যা ফোনের প্রত্যেকটি apps কে ডেক্সটপ সাইজ অর্থাৎ ছোট্ট সাইজ এর করে ফেলে। আবার যারা অনলাইন গেম খেলে ,যেমন: "Free Fire", "PUBG" র মতো গেম গুলো খেললে DPI ব্যাবহার করলে গেম টা অনেক স্মুথ খেলা যায়। গেম এর অনেক সেনসিটিভিটি বেড়ে যায় যার ফলে গেম খেলতে অনেক ভালো লাগে। কিন্তূ একটা জিনিস আমাদের সব সময় মনে রাখতে হবে , ফোন "DPI" যতটুকু যার ফোনে সাপোর্টেড তার থেকে বেশি "DPI" বাড়ানো ঠিক হবে না । কারণ, করো ফোনে "DPI" যদি 800থাকে সেই ক্ষেত্রে সেই ফোনে 400র ওপর এ বা 800এর অপর এ "DPI" দিলে ফোন এর সটওয়্যার পরে যাওয়ার সম্ভবনা রযেছে।

তাই আমাদের "DPI" বাড়ানো থেকে বিরতি থাকতে হবে আর না হলে , যখন আমরা গেম খেলবো তখন পর্যাপ্ত পরিমাণে একটু DPI বাড়াবো। আবার গেম খেলা শেষ হলে  "DPI" আবার আগের মতো অর্থাৎ যত ফোন  DPI দেওয়া থাকে তা দিলে ফোন এর কোনো ক্ষতি হবে না।