Saturday, July 23, 2022
Monday, June 20, 2022
মাইক্রোসফট ওয়ার্ডে বিজগণিত প্রশ্ন কিভাবে লিখবেন?
- a আমি চাচ্ছি a এর উপরে 2 পাওয়ার বসারে ঠিক এরকমভাবে a2 এখানে ২ উপরে কিভাবে বসাবেন মাইক্রোসফট ওয়ার্ডে? এটা ২ভাবে করা যায় একটি হচ্ছে শেপ নিয়ে, অন্যটি হচ্ছে Symbol এর সাহায্যে।
Wednesday, May 4, 2022
প্রেজেন্টেশন সফটওয়্যার
বর্তমান সময় হচ্ছে তথ্য বিনিময় এবং তথ্যের প্রবাহ অবারিত করে মানবতার কল্যাণ নিশ্চিত করার যুগ। এখন জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের গবেষক, শিক্ষাবিদ, সমাজকর্মী এবং পেশাজীবীদের মধ্যে তথ্য বিনিময় বা তথ্য আদান-প্রদানের প্রয়োজনীয়তা সর্বাধিক গুরুত্ব লাভ করছে। সকল প্রকার তথ্যের ভান্ডার সকলের জন্য সহজলোভ্য করার উদ্দেশ্যে প্রতিনিয়র সভা, সেমিনার-সিম্পোজিয়াম, কর্মশালা ইত্যাদির আয়োজন করা হচ্ছে। এতে সংশ্লিষ্ট সবাই তাদের নিজ নিজ কাজের ক্ষেত্রে হালনাগাদ তথ্য সম্পর্কে অবহিত থাকার সুযোগ পাচ্ছে।
সভা সেমিনার-সিম্পোজিয়াম, কর্মশালা ইত্যাদিতে কম্পিউটারের সাহায্যে আকর্ষণীয় এবং কার্যকরভাবে তথ্য উপস্থাপন করার জন্য প্রধানত প্রেজেন্টেশন সফটওয়্যার ব্যাবহার করা হয়। যেমন- পাওয়ার পয়েন্ট, পিকাসা, ইম্প্রেস ইত্যাদি।
পাওয়ারপয়েন্ট হচ্ছে মাইক্রোসফট অফিসের অন্তরভুক্ত একটি জনপ্রিয় সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন। এ সফটওয়্যারটিকে প্রেজেন্টেশন সফটওয়্যার ও বলা যায়। বাংলাদেশের শিক্ষক-শিক্ষার্থীসহ প্রায় সকলের সুবিধার জন্য মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট নিয়ে ছোট করে কিছু কথা নিচে উল্যেখ করছি।
পাওয়ার পয়েন্টের সাহায্যে লেখা, ছবি, অডিও, ভিডিও, গ্রাফ, ইত্যাদির সমন্ময়ে আকর্ষনীয়ভাবে তথ্যাদি উপস্থাপন করা যায়। প্রকৃতপক্ষে সভা, সেমিনার-সিম্পোজিয়াম, কর্মশালা ইত্যাদিতে কার্যকরভাবে তথ্য উপস্থাপন করার জন্য পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটি খুব সহজে এবং চমৎকারভাবে ব্যাবহার করা যায়। এ দিক থেকে পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটির বিকল্প নেই বললেই চলে। এজন্যই সভা সেমিনার বা অন্য কোন ইন্টারশীপে পাওয়ার পয়েন্ট দিয়েই প্রেজেন্টেশন এর কাজ করা হয়।
পাওয়ার পয়েন্টের এক একটি অংশকে স্লাইড (Slide) বলা হয়। মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামে যেমন একটি ফাইলের মধ্যে অনেক পৃষ্ঠা থাকে, তেমনি একটি প্রেজেন্টেশনে একাধিক স্লাইড থাকে। একাধিক স্লাইড বিশিষ্ট একটি পৃষ্ঠাকে হ্যান্ড আউটস (Handouts) বলা হয়। পরিকল্পিতভাবে একটি পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন তৈরি করার জন্য খসড়া করে নিতে হয়। এই খসড়াকে বলা হয় Slide Layout.
Monday, May 2, 2022
মাইক্রোসফট ওয়ার্ড কী?
মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে জানতে হলে, প্রথমেই জানতে হবে ওয়ার্ড প্রসেসর (Word Processor) সম্পর্কে।
শ্বব্দ প্রক্রিয়া করণই ওয়ার্ড প্রসেসর। অর্থাৎ যে সকল Software ব্যাবহার করে আমরা Computer এ বিভিন্ন শব্দ নিয়ে সব ধরনের লেখালিখির কাজ করি তাই Word Processor. ধারাবাহিকভাবে সাজিয়ে আকর্ষনীয়ভাবে শব্দ সমূহকে উপস্থাপন করাই Word Processing। বিভিন্ন ধরনের Word Processing Software আমাদের দৈনন্দিন কাজে চিঠিপত্র, ডকুমেন্ট, রিপোর্ট, পত্রিকা, ইত্যাদি টাইপ করা সহজ করে দিয়েছে।
What is Microsoft Word?
আমেরিকার বিখ্যাত Microsoft Corporation কর্তৃক তৈরিকৃত মাইক্রোসফট অফিস গ্রুপের মধ্যে একটি বহুল ব্যাবহৃত Word Processing Software হলো মাইক্রোসফট ওয়ার্ড (Microsoft Word). একে সংক্ষেপে MS-Word বলা হয়। IBM বা IBM Compatible মেশিনের জন্য বিভিন্ন সময় এর বিভিন্ন সংস্করন বাজারে ছেড়েছে। এর মধ্যে Microsoft Word 98 সবচেয়ে আলোচিত Word Processing Sofotware.
এ ছাড়াও পরবর্তিতে আরো ৩টি ভার্শন বাজারে এসেছে সেগুলো হচ্ছে, Microsoft 2000, Microsoft XP, Vista এখানে উল্লেখ্য যে কিছু পরিবর্তন ছাড়া এক সংস্করন হতে অন্য সংস্করণের তেমন পার্থক্য থাকে না।
মাইক্রোসফট এক্সেস কী? What is Microsoft Access?
Microsoft Access হচ্ছে এমেরিকার ভিখ্যাত মাইক্রোসফট কর্পোরেশন কর্তৃক তৈরীকৃত মাইক্রোসফট অফিস গ্রুপের মধ্যে একটু বহুল পরিচিত Database প্রোগ্রাম। Access ইউন্ডোজ ভিত্তিক একটি শক্তিশালী রিলেশনাল ডেটাবেজ মেনেজমেন্ট সিস্টেম যা দিয়ে ডেটাবেজের বিভিন্ন টেবিল তৈরি করে ডেটা এন্ট্রির জন্য সহবোধ্য ও আকর্ষণীয় ফর্ম ডিজাইন করা যায়। এর মাধ্যমে এক বা একাধিক টেবিলে সংরক্ষিত লক্ষ লক্ষ ডেটা থেকে শুধুমাত্র প্রয়োজনীয় ডেটাগুলোকে নিয়ে পছন্দমত সাজানো যায় এবং চূরান্ত রিপোর্ট তৈরি করা যায়।
Access শব্দের অর্থ প্রবেশ। কম্পিউটার ফাইলে তথ্য নিবেদিত করা বা ফাইল থেকে তথ্য উদ্ধারের প্রক্রিয়া। কোন প্রোগ্রামে ডেটা এন্ট্রি করার প্রবেশাধিকার পাওয়া। নেটওয়ার্কভূক্ত অন্য কম্পিউটারে প্রবেশ করা। সংরক্ষিত তথ্য সমূহ সংশোধন ও পড়ার অনুমতি লাভ করা।
Access প্রোগ্রামটি অন্যান্য ডেটাবেস প্রোগ্রামের তুলনায় যে কোন সমস্যার সমাধান খুব সহজে দিতে পারে৷ এই জন্য প্রোগ্রামটির নাম এক্সেস (Access) দেওয়া হয়েছে। বাজারে বিভিন্ন ধরনের ডেটাবেস প্রোগ্রাম আছে। Foxpro, d-Base, Access, Oracle ইত্যাদি।
Microsoft Access এর ব্যাবহার
Microsoft Access এ যে সমস্ত কাজ করা যায় তা সংক্ষেপে নিম্নে বর্ণনা করা হলোঃ
- টেবিলের সাথে পারস্পারিক সম্পর্কযুক্ত বিভিন্ন ধরনের টেবিল এবং ডেটাবেস তৈরি করা যায়।
- বিপুল পরিমাণ তথ্য থেকে বিভিন্ন উপায়ে কাংখিত যে কোন তথ্যকে খুজে এনে তা প্রিন্ট করা যায়।
- অসংখ্য আকৃতি ও ফরমেটের রিপোর্ট এবং মেইলিং লেবেল তৈরি করে প্রিন্ট করা যায়।
- নিউমেরিক উপাত্তগুলোর গানিতিক ক্রিয়াকলাপ স্বয়ংক্রিয়ভাবে ডেটাবেজে সম্পন্ন হয়।
- পছন্দমত গ্রাফ, চার্ট, এবং ছবি রিপোর্টে সংযোজন করা যায়।