Sunday, January 30, 2022

ওয়ার্ডপ্রেস প্লাগিন WordPress Plugin

ওয়ার্ডপ্রেস প্লাগিন WordPress Plugin

ওয়ার্ডপ্রেস বিশ্বের সর্ববৃহত জনপ্রিয় CMS সফটওয়্যার। যা মূলত তৈরি করা হয়েছিলো ব্লগ পাবলিশ করার জন্য ব্লগিং টুল হিসেবে। এবং আস্তে আস্তে আপডেটের মাধ্যমে বর্তমানে বড়বড় এজেন্সি ওয়েবসাইট এই ওয়ার্ডপ্রেস দিয়েই তৈরি করা হয়।  এবং এত এত জনপ্রিয়র একমাত্র কারণ ওয়ার্ডপ্রেস থীম ও ওয়ার্ডপ্রেস প্লাগিন। 

এর পূর্বের আর্টিকেলে আমরা আলোচোনা করে ছিলাম ওয়ার্ডপ্রেস থীম নিয়ে। যারা গত আর্টিকেল পড়েন নি তারা অবশ্যই এখানে ক্লিক করে পড়ে নিন। আজকের এই পোস্টে আমি প্লাগিন নিয়ে আলোচোনা করব আশা করি সবাই মনযোগ সহকারে পরবেন।



প্লাগিন যা মূলত ইলেক্ট্রনিক্স ডিভাইসের মেইন কেবলের মত কাজ করে। যেমন আমরা যদি কম্পিউটার অন করি। বিদ্যুৎ ছাড়া আমাদের কম্পিউটার অন হয়না। একি ভাবে ওয়ার্ডপ্রেস থীম যেমন ফ্রন্ট এন্ডের কাজ এবং প্লাগিন হচ্ছে ফাংশন ও পাওয়ারের কাজ করে। 

আমরা যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি তারা ইতি মধ্যে হয়ত লক্ষ্য করেছি ওয়েবসাইট দেখতে কেমন হবে কোন জিনিস কোথায় থাকবে এই সকল কিছু ওয়ার্ডপ্রেসের থীম নিয়ন্ত্রন করে। একি ভাবে ধরুন একটি বাটন আছে এখন আমি চাচ্ছি বাটনে ক্লিক দিলে কিছু একটা ঘটবে। যেমন ধরা যাক পেমেন্টের সময় পেমেন্ট অনলাইন করার জন্য একটা বাটন থাকে বাটনে ক্লিক দেওয়ার পর যা যা ঘটে অনলাইনে রিয়ালিটি ভাবে তার ৯০% প্লাগিন দ্বারা নিয়ন্ত্রন করা হয়। সুত্ররাং বুঝতেই পারছেন প্লাগিন কতটা গুরুত্বপূর্ন। 

আপনি ওয়ার্ডপ্রেস নিয়ে যদি কখনো কাজ করে থাকে তাহলে লক্ষ্য করবেন থীম বা প্লাগিন ছাড়্রা ওয়েবসাইট কাজ করবেনা। একদম লো লেবেলের ওয়েবসাইট হলেও অবশ্যই একটা প্লাগিন ও থীম ইন্সটল করা লাগে।

আশা করি পোস্টি আপনাদের সকলের অনেক ভালো লেগেছে। আমাদের এই পোস্টে কোন ভুল হলে বা কোন আপডেট লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। 


Thursday, January 27, 2022

WoodMart WordPress Theme - ওয়ার্ডপ্রেস উডমার্ট থীম

WoodMart WordPress Theme - ওয়ার্ডপ্রেস উডমার্ট থীম

WoodMart একটি ওয়ার্ডপ্রেস থীম যা আমার অনেক জনপ্রিয় একটি থীম।  ইতি মধ্যে WoodMart থীম দিয়ে আমি একটি ওয়েবসাইট বানিয়েছি এবং তার প্রেক্ষাপটে আজকের এই পোস্ট।  ডেমো দেখতে - এখানে ক্লিক করুন 

ওয়ার্ডপ্রেস দিন দিন এত এত ফিচার নিয়ে আসছে যার জন্য আজকে বড় বড় কর্পোরেট সাইটসহ বিজনেস সাইট সাইট পর্যন্ত সবাই ওয়ার্ডপ্রেস ব্যাবহার করছে। এভেন আমি নিজেও ওয়ার্ডপ্রেস ব্যাবহার করছি এবং আমার বিভিন্ন ক্লায়েন্টের ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়েই বানাচ্ছি। আজকের এই পোস্টে আমি ওয়ার্ডপ্রেসের একটি জনপ্রিয় থীম উডমার্ট (WoodMart) নিয়ে রিভিউ করবো সুতরাং যারা উডমার্ট ও ওয়ার্ডপ্রেসের বিভিন্ন ফিচার সম্পর্কে যানতে চান তারা সকলেই আমাদের পোস্ট ও আর্টিকেল গুলো নিয়মিত পড়ুন।



What is woodmart?

উডমার্ট (WoodMart) একটি ওয়ার্ডপ্রেস থীম যা তৈরি করা হয়েছিল Wooden  ই-কমার্স ওয়েবসাইট বানানোর জন্য এবং তার ধারাভিকতায় এটার নাম করণ করা হয় Woodmart। তবে দিন দিন এটাকে আপডেটের মাধ্যমে বর্তমানে এটাতে এত এত ফিচার এ্যাড করা হয়েছে যার মাধ্যমে যে কোন ধরনের ই কমার্স ওয়েবসাইট আপনি WoodMart দিয়ে বানাতে পাড়েন। সুতরাং WoodMart একটি ওয়ার্ডপ্রেস থীম।

Future in woodmart - উডমার্ট ফিচার

ওয়ার্ডপ্রেসে এত এত ফিচার আছে যা বলারর বাহিরে। বিশেষ করে একটি ই-কমার্স ওয়েবসাইটে যা যা লাগে তার সকল কিছুই পেয়ে যাবেন তাছাড়া মন মত যখন যেখানে যা ইচ্ছা সব কিছুই কাস্টমাইজ করতে পারবেন। উডমার্ট এর মধ্যে রয়েছে অনেক অনেক ফিচার আর এবং এটা লাস্ট আপডেট করা হয় ২০ শে নভেম্বর ২০২১। লাস্ট আপডেট অনুযায়ী এখন পর্যন্ট যা যা ফিচার WoodMart এ আছে তার একটি লিস্টঃ-
  1. Elementor
  2. Wpkery 
  3. WooCommerce
  4.  Revolution Slider
  5.  Dokan
  6. WPML
  7. W3 Total Cache
  8. Contact Form
  9. Yost SEO
  10. bbPress
  11. WooCommerce Germanized
  12. 1MailChimp
এর বাহিরেও আরো অনেক রকম ফিচার অলরেডি দেওয়া আছে এবং আপনি চাইলেই আরো নতুন নতুন জিনিস এ্যাড করতে পারবেন।

এছাড়াও Woodmart রয়েছে  ফ্রী ডিজাইন যা সব থেকে বেশি ব্যাবহৃত।

প্রাইস

উডমার্ট ব্যাবহার করার জন্য আপনাকে পে করা লাগবে যা মান্থলি ও প্রতি বছর ভাবে ফি ধরা হয়। আমার এই পোস্টের টাইমে এটার মার্কেট প্রাইস 59$ (4956 টাকা) আপনি চাইলে এই টাকা দিয়ে WoodMart এর একজন মেম্বার হতে পারেন। এবং একটি লাইসেন্স ক্রয় করতে পারেন।




Wednesday, January 26, 2022

প্রোগ্রামিং কী? প্রোগ্রামিং কাকে বলে? What is programming?

প্রোগ্রামিং কী? প্রোগ্রামিং কাকে বলে? What is programming?

প্রোগ্রামিং কী? বা প্রোগ্রামিং কাকে বলে?

প্রোগ্রামিং যা শুনলেই আমাদের মনে হয় অনেক কঠিন একটা জিনিস যা দিয়ে বিভিন্ন সফটওয়্যার ও এ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করা হয়। এবং এটা সুধু তাদের জন্য যারা উচ্চ মাধ্যমিক পড়াশোনা করে এই গুলো আমাদের প্রথমে মনে হয় এবং এর কারণেই আমরা প্রোগ্রামিং কে অনেক ভইয় পাই। তাহলে চলুন আমরা আজকে একটি রিয়েলাইজ করি যে প্রোগ্রামিং কাকে বলে এবং এটা কতটা সহজ ও কতটা কঠিন এবং এর মধ্যে কি কি আছে ও ফিচার কেমন এবং প্রোগ্রামিং শিখে মাসে কত টাকা ইনকাম করা সম্ভব ও এটা শিখলে ভবিস্যৎ কেমন হবে ইত্যাদি।



প্রোগ্রামিং কাকে বলে? 

প্রোগ্রামিং যা শুনলেই একটা অন্য রকম ফিল আসে, চলুন যেনে নেই প্রোগ্রামিং কী? প্রোগ্রামিং ধরতে গেলে আপনার মাথার সাথে তুলনা করা যায়। মাথা যেমন আমাদের দেহকে দিন নির্দেষনা দেয়, কখন কি করা লাগবে, একিভাবে বিভিন্ন মেসিন কিভাবে কি কাজ করবে এইসব কিছু প্রোগ্রামিং বলে দেয়। এখন অনেকেই ভাবছেন মেসিনত হাতেও কন্ট্রল করা যায় তবে প্রোগ্রামিং কেন প্রয়োজন? আসলে প্রোগ্রামিং মূলত কাজ করে কোন অটোমেটেড সিস্টেম বা মেসিনের উপর যা মানুষের ভাষা বুঝেনা এবং তাদের নির্দিষ্ট ভাষা আছে। আমরা যেমন বাঙালি চায়না ভাষা বুঝিনা তেমনি চায়নারা আমাদের ভাষা বুঝেনা। একি ভাবে কম্পিউটার বায়নারি ভাষা ছাড়া আর কিছু বুঝিনা, এবং আমরা কম্পিউটার যেই লেটার লিখি (ABCDEFGHIJKLMNOPQRRST) এই গুলো সব বায়নারির ভাষায় কনভার্ট করে দেয় প্রোগ্রামিং তবে প্রত্যেক কাজের জন্য আলাদা আলাদা প্রোগ্রামিং আছে।

ফিউচার

২১ শতকে এসে প্রায় সব কিছুই টেকনলজির উপর নির্ভর। দিন দিন দৈনিক টেকনিক্যাল ও ডিজিটাল পণ্য গুলো আমাদেরকে ঝামেলা বিহীন চলাফেরা করার সুযোগ করে দিয়েছে। এবং আমরা এখন যেই পোস্ট পড়ছি এটাও সম্পুর্ন ভাবে টেজকনোলজি নির্ভর। দৈনিক কাজ গুলো আরো দ্রুত গতিতে করার জন্যই টেকনোলজি। সুতরাং বুঝতেই পারছেন ফিউচার কেমন হতে পারে। তবে হ্যা অবশ্যই দক্ষ হয়ে উঠা লাগবে।  

প্রোগ্রামিং এর ইতিহাস

আপনি যানলে হয়ত অবাক হবেন কম্পিউটার আবিষ্কারের প্রায় ১০০ বছর আগেই প্রোগ্রামিং আবিষ্কার করা হয়। আর এই অসাধ্য কাজটি করেছিলো বিখ্যাত কবি লর্ড বায়রনের এর কণ্যা অ্যাডা লাভলেস। তবে তিনি বিখ্যাত কবির মেয়ে হয়েও পিতার কোন আদর যত্ন কিছুই পান নি। তবে তিনি গণিতে সকল শিক্ষার্থীদে থেকে অনেক ভালো ছিলেন। সে সময় তিনি ডিফারেন্ট ইঞ্জিন নিয়ে কাজ করছিলেন। এবং এই কাজের মধ্য দিয়েই পৃথীবিতে প্রথম প্রোগ্রামিং আবিষ্কৃত হয়।

Tuesday, January 25, 2022

ওয়ার্ডপ্রেস থীম

ওয়ার্ডপ্রেস থীম

ওয়ার্ডপ্রেস ইতি মধ্যে আমরা এর আগে একটি পোস্ট করেছি যার মধ্যে বলেছি ওয়ার্ডপ্রেস কী? এবং ওয়ার্ডপ্রেসে কি কি ফিচার আছে এবং সেই সাথে থীম নিয়ে কিছু বলেছিলাম। আজকের এই পোস্টে আমরা ওয়ার্ডপ্রেস থীম নিইয়ে বিস্তারিত জানবো। সুতরাং যারা ওয়ার্ডপ্রেস নিয়ে সারাদিন ঘাটাঘাটি করছেন তারা অবশ্যই এই পোস্টি মনযোগ সহকারে পড়ুন। আশা করি থীম নিয়ে এরর পর আর কোন কনফিউজ থাকবেনা।



ওয়ার্ডপ্রেস একতি কন্টেন্ট মেনেজমেন্ট সিস্টেম যা মূলত তৈরি করা হয়েছিলো ব্লগ লিখার জন্য বা আর্টিকেল শেয়ার করার জন্য। তবে বর্তমানে এটা এতটাই জনপ্রিয় হয়েছে যে বড় বড় প্রতিষ্ঠান গুলো এখন ওয়ার্ডপ্রেস ব্যাবহার করছে, এবং এর একটা বড় কারণ হচ্ছে ওয়ার্ডপ্রেস অসংখ্যক থীম ও প্লাগিন। প্লাগিন এবং থীম এই ২ টারর জন্যই মূলত ওয়ার্ডপ্রেস এত জনপ্রিয় , তাহলে চলুন আর কথা না বাড়িয়ে থীম সমর্কে জানি। আর হ্যা প্লাগিন নিয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

থীম যা মূলত মানুষের সাথে তুলনা করা যায়। মানুষের যেমন হাত পা মাথা চুল ইত্যাদি থাকে তেমনি ওয়ার্ডপ্রেসেই এরকম বিভিন্ন অংশ থাকে।   এর মধ্যে একটা মানুষের যেই আকৃতি বা দেখতে কেমন হবে এটা মূলত থীমের সাথে কম্পেয়ার করা যায়। 

থীম একটি ওয়েবসাইটের মূল অংশ যা বিভিন্ন কম্পনেন্ট ও বিভিন্ন পেইজ ডিজাইন করে আপনার ওয়েবসাইট আরো সুন্দর করে তোলে, থীম ফ্রী এবং পেইড ২ ভাবেই ব্যবহার করা যায়।

থীম মূলত বিভিন্ন ডেভেলপার ও বিভিন্ন কম্পানি তৈরি করে থাকে। যা ওয়ার্ডপ্রেসে  এ্যাপ্সের মত ইন্সটল করতে হয়।

 প্রিমিয়াম বা পেইড থীম গুলো খুব পাওয়ারফুল অপটিমাইজ হয়ে থাকে ও ডিজাইন খুব সুন্দর ও অনেক রকম টেমপ্লেট থাকে। তবে ফ্রীতে এই ফিচার গুলো পাওয়া যায়না। আবার অনেক কম্পানি আছে যারা ফ্রী এবং পেইড ২টা প্রোভাইড করে যার মধ্যে সব থেকে জনপ্রীয় Astra


Monday, January 24, 2022

কিভাবে ল্যান্ডিং পেজ বানাবেন?  How to make landing page

কিভাবে ল্যান্ডিং পেজ বানাবেন? How to make landing page

ল্যান্ডিং পেইজ একটি ওয়েবসাইটের খুবি গুরুত্বপূর্ণ জিনিস। তবে অনেকেই জানেনা ল্যান্ডিং পেজ কী। যারা জানেন না তাদের ও কোন সমস্যা নেই কারন আজকের এই ভিডিওতে আমরা কমপ্লিট একটি ল্যান্ডিং পেজ বানিয়ে দেখাবো এবং পুরো এই প্রোজেক্টের সোর্স কোড পেয়ে যাবেন একদম ফ্রীতে! 

আজকের এই প্রজেক্ট বানানো হবে এইচটিএমএল ও সিএসএস (HTML, CSS) দিয়ে। যেহুতু আজকে কডিং দিয়ে কাজ  করব, সুতরাং সবাই মনোযোগ সহকারে আর্টিকেলটি পরবেন।


কডিং শুরু করার আগে এক পলকে জেনে নেই ল্যান্ডিং পেজ কি ও কোনটাকে ল্যান্ডিং পেজ বলা হইয়?

ল্যান্ডিং পেজ যা মূলত একটি হোম পেজ আকারে থাকে, ধরুন আপনি একটি ওয়েবসাইট বানালেন। এখন কোন ব্যাক্তি যখন আপনার ওয়েবসাইট ঢুকবে এবং ঢোকার সাথে সাথে জেই জিনিস গুলো দেখা যাবে অই গুলো সব মিলেই একটা ল্যান্ডিং পেজ যা একটি ওয়েবসাইটের জন্য অত্যান্ত গুরুত্বপূর্ণ। 

ল্যান্ডিং পেজ এইচটিএমএল ও সিএসএস দিয়ে

প্রথমেই একটি কোড ইডিটর প্রয়োজন যেটা ব্যবহার করে কোডিং লিখবেন। কিভাবে এবং কোথায় কোড লিখবেন? এটা জানার জন্য এখানে ক্লিক করুন। 

আমরা কিছু স্টেপ ফলো করে কোড লিখবো যেমন প্রথমে এইচটিএমএল তারপর এইচটিএমএল এর মার্কাপ এবং তার পর এসএমএস লিখবো এবং রেসাল্টে ঠিক নিচে দেখানো ছবির মতো একটি ল্যান্ডিং পেজ পাবেন।



সোর্স কোড লিংকঃ- ক্লিক হেয়ার

Saturday, January 22, 2022

What is WordPress ওয়ার্ডপ্রেস কী?

What is WordPress ওয়ার্ডপ্রেস কী?

ইতি মধ্যে যারা ওয়েব ডেভলপমেন্ট করতে চান তারা সবাই জানেন ওয়ার্ডপ্রেস কী? যারা এই সেক্টরে একদম বিগিনার তাদের জন্য আমার আজকের এই আর্টিকেল। আজকে আমরা জানবো ওয়ার্ডপ্রেস কি? এবং কিভাবে কাজ করে ও মার্কেটে এর ভ্যালু কেমন? 

ওয়ার্ডপ্রেস কী?

ওয়ার্ডপ্রেস একটি সি.এম.এস (CMS) সফটওয়্যার যা ব্যাবহার করা হয় বিভিন্ন ওয়েবসাইট বানানোর জন্য। এবং বর্তমানে সব থেকে পাওয়ারফুল ও সর্বাধিক জনপ্রীয় কন্টেন্ট মেনেজমেন্ট সিস্টেম। এই ওয়ার্ডপ্রেসকে ব্যাবহার করে আপনি যে কোন ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারবেন। যেমন- কর্পোরেট ওয়েবসাইট, নিউজ ওয়েবসাইট, বিজনেস ওয়েবসাইট, ই-কমার্স ওয়েবসাইট, ই-কুরিয়ার ওয়েবসাইট, ফার্মেসি ওয়েবসাইট, ব্লগ ওয়েবসাইট, ফুড অর্ডারিং ওয়েবসাইট, গ্রোসারি ওয়েবসাইটসহ যে কোন ধরনের ওয়েবসাইট আপনি চাইলেই ওয়ার্ডপ্রেস দিয়ে বানাতে পারেন।


থিম 

থিম ওয়ার্ডপ্রেসের সব থেকে মূল্যবান একটি জিনিস। এটা দিইয়ে মূলত আমাদের সাইট ডিজাইন করা হয়। সাইট দেখতে কেমন হবে? কি কি ফিচার থাকবে এই সকল কিছু থীম দিয়েই বিবেচনা করা হয়। বর্তমানে ওয়ার্ডপ্রেসে ৪৫০০+ থীম রয়েছে যা সবাই ব্যাবহার করতে পারবে এবং একদম ফ্রীতে এবং এর বাহিরেও প্রোফেশনাল ভাবে কাজ করার জন্য অনেক ওয়েব ইন্ডাস্ট্রিজ বিভিন্ন ধরনের থীম বানিয়েছেন। যা অনেকেই প্রিমিয়াম ও ফ্রীতে প্রোভাইড করেন আবার অনেকেই সুধু প্রিমিয়াম প্রোভাইড করেন। এবং ওয়ার্ডপ্রেরসের থীমের কিনার জন্য অন্যতম একটি ওয়েবসাইট হলো (themeforest) যেখানে আপনাই লক্ষ লক্ষ থীম পাবেন ফ্রী/পেইড।

প্লাগিন

থীম যতটা গুরুত্বপূর্ণ একি ভাবে প্লাগিন ও সেম গুরুত্বপূর্ণ থিম যেমন সাইট দেখতে কেমন হবে তা বিবেচনা করে একি ভাবে সাইটে কি কি ফাংশনালিটি থাকবে এই সকল বিষয় গুলো প্লাগিন বিবেচনা করে। ধরুন আপনি চাচ্ছেন একটা কন্টাক্ট ফোর্ম থাকবে যেটা কেউ ফিলয়াপ করলে তার সকল ডাটা আপনার কাছে চলে আসবে। এই সকল জিনিস গুলো প্লাগিন দিয়ে করা হয়।

ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানালে কি কি সুবিধা?

ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি আপনি যে কোন সাইট খুব  ইজিলি মেনেজ করতে পারবেন এবং যখন যেখানে খুশি সেখানে এডিট করতে পারবেন। এবং যেখানে যা ইচ্ছা তাই এ্যাড করতে পারবেন। যা যা অন্যান্য (CMS) সফটওয়্যার দিয়ে সহজে করা যায়না এবং এর জন্য অনেক টাকা বিনিয়গ করা লাগে। যা ওয়ার্ডপ্রেস দিয়ে চাইলে নিজেও করতে পারবেন। আরর স্পীড বা এসইও নিয়ে কোন চিন্তা নেই। তবে যদি অনেক বড় কোন ওয়েবসাইট হয় যেখানে ২০০+ পেইজ থাকবে তাহলে আমি মনে করি ওয়ার্ডপ্রেস এই ক্ষেত্রে কেউ ব্যাবহার করবেন না। তবে যদি মনে হয় ইন্টারমেডিট লেভেলের কোন ওয়েবসাইট বানাবেন তাইলে ওয়ার্ডপ্রেস ব্যাবহার করতে পারেন। সুতরাং বুঝতেই পারছেন কোনটা বেস্ট।

ওয়ার্ডপ্রেস ইতিহাস

ওয়ার্ডপ্রেস মূলত বানানো হয়েছিলো ব্লগ বা আর্টিকেল পাবলিশ করার জন্য। যা প্রথম রিলিজ হয়- ২০০৩ সালের ২৭ শে মে। এবং এখন পর্যন্ট মার্কেটে খুব ভালো জনপ্রিয়তা নিয়ে কাজ করছে ওয়ার্ডপ্রেস টীম। ওয়ার্ডপ্রেস একটি CMS সফটওয়্যার যার অর্থ কন্টেন্ট মেনেজমেন্ট সিস্টেম। যা পিএইচপি (PHP) ও মাইস্কুয়াল (MySql) দিয়ে তৈরি। যদিও এটি বানানো হয়েছিলো একটি ওপেন সোর্স ব্লগ পাবলিশিং সফটুয়্যার হিসেবে তবে দৈনিক এত পরিমানে ফিচার এ্যাড হচ্ছে যার জন্য বড় বড় কম্পানিও ওয়ার্ডপ্রেস ব্যাবহার শুরু করেছেন। এবং আমি আমার ওয়েব সেক্টরের প্রথম ইনকাম ওয়ার্ডপ্রস দিয়েই করেছি। 

Friday, January 21, 2022

কিভাবে কপিরাইট বিভিন্ন ছবি ও ভিডিও ডাউনলোড দিবেন

কিভাবে কপিরাইট বিভিন্ন ছবি ও ভিডিও ডাউনলোড দিবেন

 আসসালামু আলাইকুম, স্বাগতম আমাদের আরেকটি নতুন আর্টিকেলে, আজকে আমরা মূলত দেখবো আমাদের ফেসবুক পেইজ ও ইউটুবের জন্য কিভাবে ফ্রী ছবি ও ভিডিও পাবো?

আজকে আমি ৩ টা সোর্স বা মাধ্যম দেখাবো যার সাহায্যে আপনি আপনার পেজের জন্য কপিরাইট ইমেজ ও ভিডিও ডাউনলোড করতে পারেন।  এবং এইগুলো সম্পুর্ন ফ্রীতে আপনার ফেসবুক বিজনেস পেইজ ও ইউটুবে কন্টেন্ট হিসেবে আপলোড করতে পারবেন। কোন কপিরাইট ইস্যু ছাড়া কোন ঝামেলা ছাড়াই। সুতরাং সবাই মনযোগ সহকারে আর্টিকেলটি পড়ুন এবং আমাদের কন্টেন্ট যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি কমেন্ট করবেন যাতে আমরা আরো নতুন নতুন আর্টিকেল লিখতে উৎসাহ পাই।



অনলাইন মার্কেটিং ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কন্টেন্ট, আর আপনি যদি কন্টেন্ট তৈরি করতে চাইন তাহলে সব থেকে রিচেবল কন্টেন্ট হচ্ছে  ভালো মানের ছবি ও ভিডিও। এই ছবি গুলো আপনি চাইলে অনলাইন থেকে নানান মাধ্যমে মেনেজ করতে পারেন তবে এর জন্য বিভিন্ন কপিরাইট ইস্যু, লিগাল লাইসেন্স নিয়ে ঝামেলা ফেইস করতে হয়। 

কিন্তু আজকে আমরা যেই সোর্স গুলো সমপর্কে বলবো সে গুলো আপনি আপনার বিজনেস পেইজ ও ইউটুবে নিশ্চিন্তে ব্যাবহার করতে পারেন। 

1. Pixabay



এটা আমার পছন্দের একটি সোর্স যা আমি সব সময় ব্যাবহার করি।  পিক্সেব্য্যতে আপনি মোটামুটি সব রকম ছবি ও ভিডিও পাবেন যা ফ্রীতে ব্যাবহার যোগ্যা। পার্সোনালি আমি আমার মার্কেটিং এর জন্য ছবি ও ভিডিওর সোর্স হিসেবে পিক্সেবে ব্যাবহার করে থাকি। আপনারা চাইলে নিৎসন্দে এটা ব্যাবহার করতে পারেন। গুগলে সার্স করলেই পাবেন Pixabay

2. Unsplash



Unsplash এটিও ঠিক একি ভাবে Pixabay এর মত তবে এটার মধ্যে গ্রাফিক্স বা ভেক্টর জাতীও সোর্স পাবেন না, তবে অসংখ্য পরিমানে ছবি পাবেন যা হাইট উইদ দেখে আপনি ডাউনলোড করতে পারেন। আমি আমার যত গুলো ওয়েবসাইট বানিয়েছি সব গুলোরস সোর্স হিসেবে Unsplash ব্যাবহার করেছি। এর কারণ হচ্ছে Unsplash এ একটা সোর্স নামক সিস্টেম আছে যা কডিং করার সময় আপনি ইমপোর্ত দিলে অটো মেটিক ছবি চলে আসবে আপনাকে এক্সট্রা করে ডাউনলোড দেওয়া লাগবেনা। সুধু ক্যাটাগরি দিলেই হবে। তবে তুলনা মূলক ভাবে Pisabay বেস্ট চয়েজ।

3. Pixels



পিক্সেলস এটা নিয়ে তেমন কিছু বলা নেই পিক্সেবে আর পিক্সেলস ২টা প্রায় সেম তবে পিক্সেবে ফিচারর বেশি আছে যা পিক্সেলস নেই। এবং স্টোক ফোটো ও গ্রাফিক্স রেজিস্টার প্রাপ্ত সাইট হচ্ছে Pixbay সুতরাং Pixels থেকে Pixbay ভালো। আমি রিকমেন্ড করবো Pixbay বা Unsplash ব্যাবহার করার জন্য।


Sunday, January 9, 2022

ফেসবুক মার্কেটিং - Facebook Marketing

ফেসবুক মার্কেটিং - Facebook Marketing

ফেসবুক মার্কেটিং - অনালইনে নিজের ব্যাবসা প্রোমট করার জন্য এর কোন বিকল্প নেই।  বিষয়টা যদিও অনেকেই ভাবে এটা সহজ  আবার অনেকেই ভাবে এটা  কঠিক। আবার অনেকেই ঠিক মত মার্কেটিং করতে না পারায় কাস্টমার পাচ্ছে না। 

আজকের এই আর্টিকেলে আমরা ফেসবুক মার্কেটিং নিয়ে A2Z বিস্তারিত আলোচনা করব এবং সেই সাথে শিখানো হবে কিভাবে আপনি ফেসবুক মার্কেটিং করতে পারেন। আশা করি সবাই আমার আর্টিকেলটি মন দিয়ে পরবেন এবং কোন ভুল ত্রুটি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। 


ফেসবুক মার্কেটিং করার জন্য প্রথমেই যা করণীয়-

ফেসবুক মার্কেটিং করার জন্য সর্ব প্রথম আপনাকে একটি বিজনেস পেইজ খুলতে হবে এবং পেজের সকল প্রকার ডিটেইলস ফিলআপ করতে হবে। বিজনেস পেইজ খোলার পর অবশ্যই একটি ভালো মানের প্রোফাইল ছবি বা লোগো দিবেন। এবং কভার ফটো দিবেন। এর পর পেইজে প্রতিদিন ১ থেকে ২ টি পোস্ট করুন।  (ফেসবুকের নিয়ম অনুসারে প্রতিদিন ১ টি করে পোস্ট দিতে হবে তবেই ভালো রেসপন্স বা পোস্ট রিচ করবে)

পেইজ কেনো খুলবো?

ফেসবুকে ব্যাবসার জন্য ফেসবুক পেইজের বিকল্প আর কিছু নেই।  পেইজ কেন খুলবেন এই প্রশ্ন হয়ত আপনার ও আছে, ফেসবুক পেইজ খোলা হয় মূলত কোন ব্রান্ডের জন্য, কোন পাবলিক সেলিব্রেটির জন্য, কোন প্রতিষ্ঠানের জন্য। সুতরাং আপনি যদি ফেসবুকে ব্যাবসা করেন অবশ্যই সেটা আপনার প্রতিষ্ঠান।  এবং সেখানে আপনার প্রোডাক্ট সম্পর্কে সকল প্রকার তথ্য দিবেন, এবং যত রকম প্রোডাক্ট আপনার আছে সব একটি করে পোস্ট করবেন। প্রোডাক্টের ভালো নাম দিবেন, ডিস্ক্রিপশন, সুবিধা অসুবিধা ইত্যাদি। এক কথায় ফেসবুক পেইজ আপনার দোকানের মত অতএব একটি দোকানের মতই পেইজকে সাজানো উচিত।


পেইজ খোলা শেষ প্রোডাক্ট পোস্ট করাও শেষ এবার আসল কাজ।

ফেসবুক পেইজ খোলা, পোস্ট করার পর এবার আসে আসল কাজ। আসল কাজ বলতে এখানে আমি বুস্টকে বুঝাচ্ছি। জ্বী হ্যা বুস্ট! বুস্ট কী? বুস্ট হচ্ছে প্রোমট করা, আপনি যখন পেইজ খুলবেন তখন পৃথীবির সবাই পোস্ট গুলো কিন্তু দেখেনা। অল্প সংখক কিছু মানুষ পোস্ট গুলো দেখে। কারা দেখে? যাদের পেইজে লাইক দিতে বলেছেন তারা। এখন এরা কিন্তু সংখ্যায় খুব কম। আর এটাকে এখন বারাবেন কিভাবে? হ্যা এতা বাড়াতেই মূলত বুস্ট করা হয়। 

বুস্টের মাধ্যমে আপনি নির্দিষ্ট কাস্টমারের কাছে সহজেই আপনার প্রোডাক্ট পৌছে দিতে পারবেন। বুস্টে অনেক ফিচার আছে যার জন্য ফেসবুক বুস্ট করে সবাই সাবলম্ভী হচ্ছে। তাহলে আপনি কেন বসে? আপনিও শুরু করে দিন ফেসবুক মার্কেটিং এবং গরে তুলুন আপনার নিজস্ব অনলাইন ব্যাবসা।


এটা ছিলো কম একটা থিংক যা সবার যানা উচিত। ফেসবুক মার্কেটিং আরো অনেক ভাবে ক লাগে। সেই গুলো যানতে হলে দৈনিক আমাদের পেইজ ভিজিট করুন। সে সাথে কিভাবে বুস্ট করা হয়। সেই পোস্টিও পেয়ে যাবেন খুব দ্রুত।