প্রোটোকল Protocol

ভিন্ন ভিন্ন নেটওয়ার্ক সিস্টেম সমূহ পরিচালিত হয় ভিন্ন অপারেটিং সিস্টেমের অধীনে, ক্ষেত্রবিশেষ হার্ডওয়্যারও ভিন্ন হতে পারে (যেমন IBM ও ম্যাক)। এ সকল নেটওয়ার্ক সিস্টেমের অপারেটিং সিস্টেম এমনকি হার্ডওয়্যার সিস্টেমের ভিন্নতা হওয়া সত্তেও ডেটা কমিউনিকেশন সম্ভব হচ্ছে। কারণ যোগাযোগের সময় দু'টি পিসি বা নেটওয়ার্ক সিস্টেম একটি অভিন্ন নিয়ম অনুসরণ করে, যা মূলতঃ নেটওয়ার্কিং প্রোটোকল। অর্থাৎ কমিউনিকেশন সিস্টেম কম্পিউটার এবং বিভিন্ন ডিভাইস বা কম্পিউটারের মধ্যে ডেটা ট্রান্সমিট পদ্ধতি সফটওয়্যারের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়। এই নিয়ন্ত্রন করার প্রক্রিয়া হচ্ছে প্রটোকল।

প্রোটোকল কী?

প্রোটোকল হচ্ছে ডেটা ট্রান্সমিশন সিস্টেমের এক SET Rules যা দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে নির্ভুলভাবে ডেটা কমিউনিকেশনে সহায়তা করে। 

এক কথায় নেটওয়ার্কে কম্পিউটারগুলোর জন্য সু-পরিকল্পিতভাবে নির্ধারিত রীতি-নীতি হচ্ছে নেটওয়ার্ক প্রোটোকল। বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের প্রোটোকল তৈরি করেছে। যেমনঃ- TCP/IP, FTP, IPX/SPX, NETBEUI, APPLETALK, ETHERNET ইত্যাদি। এগুলোর মধ্যে ইন্টারনেটে ব্যাবহৃত প্রোটোকল হলো TCP/IP


আরো পড়ুন

FTP কী? What is FTP?

Next Post Previous Post