মাইক্রোসফট কী?

মাইক্রোসফট পৃথিবীর সব থেকে বড় টেক কোম্পানি গুলোর মধ্যে একটি লিডিং টেক জায়েন্ট! আমাদের আজকের এই আর্টিকেলে আমি শেয়ার করবো মাইক্রোসফট কী? 

আপনার রেগুলার লাইফে আপনি কোন ব্রান্ড এবং কম্পানির প্রোডাক্ট প্রতিনিয়ত ব্যাবহার করছেন, তাকি একবার ভেবে দেখেছেন? আপনার ব্যাবহৃত স্মার্টফোন থেকে শুরু করে, ইউনিলিভার, নেসলের মত FMCG কোম্পানি! মোটামুটি সব কিছুতেই বিস্তার রয়েছে মাইক্রোসফটের। 

এমনকি আপনার ব্যাবহৃত রাইড শেয়ারিং অ্যাপ- উবার অথবা সোসাল মিডিয়া জায়েন্ট ফেসবুকেরও কিছু অংশ মাইক্রোসফটের মালিকানাধীন।

Statecounter  এর একটি তথ্য মতে, পৃথিবীর ৭৩% পার্সোনাল কম্পিউটারে (PC) মাইক্রোসফটের তৈরি অপারেটিং সিস্টেম ইউন্ডোজ (Microsoft Windows) ব্যাবহার করা হয়।

মাইক্রোসফটের মাধ্যমে বিজনেস অপারেশন, গেমিং এবং পার্সোনাল কম্পিউটিং এর ভবিষ্যৎ আরো সমৃদ্ধ করেছে। 

মাইক্রোসফট এমন একটি প্রতিষ্ঠান, যাদের প্রতিটি উদ্ভাবনে অন্যদের জন্য বেঞ্চ মার্ক তৈরি করেছে। 

এ ছাড়াও বিশ্বের সব নামি দামি সফটওয়্যার মাইক্রোসফট ধারাই অপারেট করা হয়। 

মাইক্রোসফট কত বড় তা জানতে এখানে ক্লিক করুন!

Next Post Previous Post