Trending

Search Suggest

আলিবাবা কী? আলিবাবা কি নিয়ে ব্যাবসা পরিচালনা করে?

আলিবাবা, বিশ্বের অন্যতম বৃহত্তম ই-কমার্স মার্কেটপ্লেস বা অনলাইন রিটেইলার। ই-কমার্স মার্কেটপ্লেস হিসেবে যাত্রা শুরু করলেও বর্তমানে আলিবাবা গ্রুপ বেশ কয়েকটি সার্ভিস ও ব্যাবসায়  যুক্ত আছে, যা নিম্নে উল্লেখ করা হলো।

  1. Cloud Computing 
  2. Artificial Intelligence
  3. Online Payment
  4. Internet Service
  5. Media & Entertainment
  6. Health & Sports
২০১৪ সালে কোম্পানিটি New York Exchange Stock এ ততকালীন সময় রেকর্ড ব্রেকিং IPO লঞ্চ করে। ১৯৯৯ সালে কোম্পানিটি মাত্র ১৮ জন নিয়ে কার্যক্রম শুরু করলেও বর্তমানে কোম্পানিটিতে ১ লক্ষ ২০ হাজার এম্পলয় কর্মরত আছে। ২০২০ সালে কোম্পানিটির ই-কমার্স প্লাটফর্ম এর মাধ্যমে প্রায় ১ ট্রিলিয়ন ডলারের বেশি মুল্যের পণ্য বিক্রি করেছে। 

এছাড়াও বর্তমানে আলিবাবার ই-কমার্স প্লাটফর্মে এক্টিভ এনুয়াল ইউজারের সংখ্যা ১ বিলিয়নেরও বেশি! 

বাংলাদেশের আলিবাবার Ant Financial দেশের শীর্ষ MFS বিকাশে ইনভেস্ট করার পাশাপাশি আলিবাবা গ্রুপ দেশের শীর্ষে থাকা দারাজকেও একুয়ার করে নিয়েছে। 

এছাড়াও সম্প্রতি দেশের প্রথম ফুড অর্ডারিং প্লাটফর্ম হ্যাংরিনাকিকেও একুয়ার করে নিয়েছে কোম্পানিটি। 




Post a Comment