Trending

Search Suggest

ট্রানজেকশন প্রসেসিং সিস্টেম

ট্রানজেকশন প্রসেসিং সিস্টেম হচ্ছে একটি ইনফরমেশন সিস্টেম যা দৈনন্দিন ব্যাবসায়িক কার্যক্রম থেকে প্রাপ্ত ডেটা করায়ত্ব এবং প্রক্রিয়াকরণ করে।
ট্রানজেকশন প্রসেসিং সিস্টেমের কার্যাবলী প্রতিষ্ঠানের অপারেশন পর্যাইয়ে সম্পাদায়িত হয়। ব্যাবসাকে সফলভাবে পরিচালনার জন্য এই সিস্টেমে দৈনন্দিন কার্য সম্পাদন এবং সম্পাদিত কাজের দৈনন্দিন হিসাব রাখা হয়। যেমন- বিক্রয় নিবন্ধীকরণ সিস্টেম, হোটেল নিবন্ধীকরণ সিস্টেম ইত্যাদি। অপারেশন পর্যায়ে উৎস, কাজ এবং ফলাফল পুর্ব নির্ধারিত এবং সুনিয়ন্ত্রিত। যেমন একজন নিম্নপর্যায়ের পরিদর্শক ক্রেতাকে কি পরিমাণ কমিশন দেবে তা পুর্ব নির্ধারিত থাকে। নিচে একটি ট্রানজেকশন প্রসেসিং সিস্তেম দেখানো হল যা অধিকাংশ প্রতিষ্ঠানের একাউন্টিং ট্রানজেকশন প্রসেসে দেখা যায়।
একটি পেরোল সিস্টেমে প্রত্যেক কর্মচারীর বেতনের ইনফরমেশন এবং তাদের নাম, আইডি, ঠিকানা ইত্যাদি ইনফরমেশন একটি লগ ফাইলে রাখা হয় এবং এই ইনফরমেশন গুলো নানা ভাবে প্রসেসিং এর মাধ্যমে বিভিন্ন রিপোর্ট আকারে সেই প্রতিষ্ঠানে উচ্চ পর্যায়ে প্রেরণ করা হজয়। এই ট্রানজেকশন প্রসেসিং সিস্টেম তাৎক্ষনিক ডেটার উপর ভিত্তি করেও তৈরি হতে পারে।

Post a Comment