Trending

Search Suggest

বাংলাদেশ থেকে মালোশিয়া কর্মী প্রতি ১ লাখ টাকা

সরাসরি ২৫ টি প্রতিষ্ঠানের সিন্ডিকেটের মাধ্যমে বাংলাদেশ থেকে কর্মী নিবে মালোশিয়া। ব্যাবসাহীদের একাংশই অভিযোগ এ প্রক্রিয়ায় মালোশিয়ায় সিন্ডিকেত সহায়তা কারীদের কর্মী প্রতি ১ লাখ টাকা করে ঘুষ দিতে হবে, ফলে বিনা কিংবা কম খরচে কর্মী পাঠানোর সুযোগ থাকছেনা। তবে তা অস্বিকার করেছে কাজ পাওয়া প্রতিষ্ঠান গুলো। 

বাংলাদেশ থেকে ২০১৮ সালে কর্মী নেওয়া বন্ধ করে দেয় মালোশিয়া, মাত্র ১০ টি প্রতিষ্ঠানে সিন্ডিকেটে কর্মী পাঠাতে অনিয়ম ও দুর্নিতির অভিযোগে। এবার মালোশিয়া নিজেরাই এ পথে হাটছে। দেশটির মানব সম্পদ মন্ত্রী ঘষনা দিয়েছেন- সব নয় সরাসরি ২৫ টি প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ থেকে কর্মী নিবেন তারা। তাদের অধীনে কাজ করতে পারবে ২৫০ টি এজেন্সি। শ্রমবাজারটিতে আবারও সিন্ডিকেট হওয়ায় আগের মতি দুর্নিতী হবে অভিযোগ ব্যাবসায়ীদের। 

সোর্সঃ Business Report Machranga

Post a Comment