Trending

Search Suggest

Able দিয়ে শব্দ তৈরি করার টেকনিক

আজকের এই আর্টিকেলে আমরা ইংরেজি বিষয় কিছু বিষয় আপনাদের মাঝে শেয়ার করবো জা জানলে আপনি আপনার ইংলিশ লার্নিং স্কিল আরো ডেভেলপ করতে পারবেন। আজকে মূলত ইংরেজি শব্দ Able দিয়ে ১০ টি শব্দ আপনাদেরকে তৈরি করে দেখাবো। আশা করি এই টেকনিক আপনারাও এ্যপ্লাই করবেন।

1. Able এর অর্থ সক্ষম, দক্ষ।

এখানে Able এর আগে যদি F বসাই? অর্থাৎ F+able=Fable হবে। আর Fable শব্দের অর্থ হচ্ছে কল্পকাহিনী

2. একই ভাবে যদি Able এর আগে C বসাই? এবেলের আগে যিদি সি বসাই, অর্থাৎ C+able=Cable আর Cable শব্দের অর্থ হচ্ছে তার বা সংবাদ দেওয়া।

3. Able এর আগে যদি T বসাই তাহলে হবে Table. আর Table শব্দের অর্থ হচ্ছে টেবিল বা উপস্থাপন করা।

4. এবার Table  শব্দের আগে যদি S যোগ করি তাহলে? S যোগ করলে হবে S+Table= Stable. আর এই Stable শব্দের অর্থ স্থিতিশীল, আস্তাবল।

5. Able এর আগে যদি S বসাই তাহলে হবে Sable আর Sable শব্দের অর্থ ক্ষুদ্রপ্রাণী।

6. Sable এর আগে যদি U বসাই, তাহলে Usable আর Usable এর অর্থ হচ্ছে ব্যাবহারযোগ্য।

7. Able এর আগে Vi বসালে হয় Viable। Viable এর বাংলায় অর্থ হচ্ছে টিকে থাকতে সক্ষম

8. Able এর আগে Li বসালে হয় Liable এবং Liable এর অর্থ দায়ী, বাধ্য।

9. Able এর আগে Un বসালে হয় Unable. unable বাংলায় অর্থ হচ্ছে অক্ষম।

10. Able এর আগে যদি En বসাই? তাহলে হবে Enable আর এনাবেল অর্থ সক্ষম করা, বা কোন কিছু চালু করা।



Post a Comment