ইমেইল সফটওয়্যার

বিশ্বের এক প্রান্ত থেকে অন্য যে কোন প্রান্তে ইন্টারনেটের মাধ্যমে মেইল বা মেসেজ আদান-প্রদান করাই হলো ইমেইলের কাজ। ইমেইল প্রেরণের জন্য ইমেইল সফটওয়্যার প্রয়োজন। যে কোন কম্পিউটার বা স্মার্টডিভাইসে ইমেইল ব্যাবহার করার পুর্ব শর্ত হলোঃ-

  1. ইন্টারনেট সংযোগ
  2. ব্যাবহারকারীর ইমেইল অ্যাকাউন্ট
  3. ইমেইল সফটওয়্যার 

ইমেইল ব্যাবহার করার বিভিন্ন সফটওয়্যার বাজারে প্রচলিত আছে। এদের মধ্যে মাইক্রোসফট আউটলুক, আউটলুক এক্সপ্রেস, নেটস্কেপ মেসেঞ্জার, ইউডোরা, পাইন ইত্যাদি খবই জনপ্রিয়। যে কোন ইমেইল সফটওয়্যার ব্যাবহার করার জন্য নিচের ৩ টি কাজ জানা জরুরি। কাজগুলো হলোঃ-

  1. ইমেইল সফটওয়্যার কনফিগার (Configure)
  2. ইমেইল তৈরি (Create Mail)
  3. ইমেইল পাঠানো ও গ্রহণ (Send & Receive)


Next Post Previous Post