বিশেষ্য পদ

বিশেষ্য পদ ছয় প্রকার:

১|সংজ্ঞা বা নামবাচক বিশেষ্য (prper Noun).

২|জাতিবাচক বিশেষ্য (common Noun).

৩|বস্তূ বা দ্রব্য বাচক বিশেষ্য (Metarial Noun).

৪|সমষ্টিবাচক বিশেষ্য (collective Noun).

৫|ভাববাচক বিশেষ্য (verbal Noun).

৬|গুণবাচক বিশেষ্য (Abstract Noun).

                               বিশেষ্য পদ                                                                 _ _____________

১. নামবাচক।            ২. জাতিবাচক।

৩. দ্রব্য বাচক।            ৪. সমষ্টিবাচক।

৫. ভাববাচক।              ৬. গুণবাচ।

১. নামবাচক বিশেষ্য: যে পথ দিয়ে কোন ব্যক্তির, ভৌগোলিক স্থান এবং গ্রন্থের নাম বিজ্ঞাপিত হয়, তখন তাকে নাম বাচক বিশেষ্য বলে ‌। যেমন:

(ক) ব্যক্তির নাম: মনি, অন্তর, অন্তরা, মনিরা।

(খ) ভৌগোলিক স্থান: ঢাকা, দিল্লি, লন্ডন, মক্কা।

(গ) ভৌগোলিক সংজ্ঞা: (নদী, পর্বত, সমুদ্র ইত্যাদি)                মেঘনা, হিমালয়, আরব সাগর।

(ঘ) গ্রন্থের নাম: গীতাঞ্জলি, অগ্নিবীণা, দেশেবদেশে,                               বিশ্বনবী।


২|জাতিবাচক বিশেষ্য: যে পদ্ম কোন প্রাণী বা পদার্থের নাম বোঝায় তাকে জাতিবাচক বিশেষ্য বলে। যেমন:

মানুষ, গরু, ছাগল, পাখি, মাছ, পর্বত, নদী, ইংরেজ।

৩|বস্তুবাচক বা দ্রব্য বাচক বিশেষ্য: যে-পথ কোন উপাদান বাচক পদার্থের নাম বোঝায় তাকে বস্তুবাচক ভাববাচক বিশেষ্য বলে। যেমন:

  কলম, থালা, বাটি, মাটি, চাল, চিনি।

৪|সমষ্টিবাচক বিশেষ্য: জেপদে অনেক কিছু সংখ্যক ব্যাক্তি বা প্রানীর সমষ্টি বোঝায় তাকে সমষ্টিবাচক বিশেষ্য বলে। যেমন:

  সভা, জনতা, সমিতি, পঞ্চায়েত, মাহফিল।

৫|ভাববাচক বিশেষ্য: যে বিশেষ্য পদ এ কোন ক্রিয়ার ভাব বা কাজ প্রকাশিত হয় তাকে ভাববাচক বিশেষ্য বলে। যেমন:

      গমন, দর্শন, ভজন, শয়ন, দেখা।

৬| গুণবাচক বিশেষ্য: যে বিশেষ্য দ্বারা কোন বস্তুর দোষ গুণ নাম বোঝায় তাকে গুণবাচক বিশেষ্য বলে। যেমন:

     মধুরতা, তরল, তিক্ত, ভালো।



Next Post Previous Post