মিডি কাকে বলে? মিডি কি জিনিস?

মিডি (MIDI) হলো একধরনের কমিউনিকেশন প্রটোকল যা ইলেক্ট্রনিক মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট বা মিউজিক সিনথেসাইজারকে কন্ট্রোল করে। আর MIDI এর পুর্নরুপ হচ্ছে Musical Instrument Digital Interface. 

এই মিউজিক সিনথেসাইজার এককভাবে, পিসির সাউন্ড কার্ডে বিল্ট ইন অথবা কোন সফটওয়্যারের সাথে সংযুক্ত থাকতে পারে। মিডিতে রেকর্ড, প্লেব্যাক এবং সাউন্ড তৈরির যন্ত্রপাতি গুলোর সেটিং, সিনক্রোনাইজ করার ব্যাবিস্থা থাকে। 

MIDI পোর্ট ৩ ধরনের যা নিম্নে উল্যখ করা হলো

  1. মিডি ইন
  2. মিডি আউট
  3. মিডি থ্রো

যে কোন মাল্টিমিডিয়া সিস্টেমে একটি মিডি পোর্ট থাকবে।

একটি মিডি যন্ত্রের সাথে অন্য একটি মিডি যন্ত্রের সংযোগ হয় MIDI ক্যাবলের সাহায্যে। ৫ পিন DIN কানেক্টর তার দিয়ে ৫০ ফুট দুরুত্ব পর্যন্ত মিডি যন্ত্রের সংযোগ দেওয়া যায়। একটি যন্ত্র মিডি মাস্টার হিসেবে কাজ করে এবং এই চেইনে মোট ৩টি যন্ত্র ব্যাবহার করা যায়। তবে MIDI থ্রো বক্স এর সাহায্যে যন্ত্রের পরিমাণ বাড়ানো যায়। 

আজকের দিনে পার্সোনাল কম্পিউটারে MIDI ব্যাবস্থা সংযোজনের সহজ উপায় রয়েছে যা পূর্বে ছিলোনা।



Next Post Previous Post