সেন্সর লাইট কি? সেন্সর লাইটের দাম? সেন্সর লাইট প্রস্তুতকারক, সেন্সর লাইট নিয়ে বিজনেস করার আইডিয়া, ই.এফ.আই ইলেক্ট্রনিক্স

আশ্চর্য এক লাইট সম্পর্কে আলোচনা করবো আজকের এই আর্টিকেলে। আজকে আপনাদেরকে জানাব সেন্সর লাইট সম্পর্কে জেই লাইট রাতের অন্ধকারে জ্বলবে এবং দিনের আলোতে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। অর্থাৎ এই লাইট ব্যবহারে বিদ্যুৎ সাশ্রয় হবেত হবেই সেই সাথে আপনার কষ্ট করে আর সুইচ অন অফ করতে হবে। 

সেন্সর লাইট কি? 

আমরা অনেকেই জানি সেন্সর মানেই ওয়্যারলেসকে বোঝানো হয়, আর এই ওয়্যারলেসের এই যুগে আমরা অনেক কিছুই দেখি দিন দিন ওয়্যারলেসে রুপান্তর হচ্ছে। যেমন বিগত কয়েকবছর ধরেই আমরা দেখছি বর্তমানে স্মার্টফোনগুলো চার্জ দেওয়ার জন্য ক্যাবলের পরিবর্তে ম্যাগনেটিক রেডিওশের মাধ্যমে বা ওয়্যারলেস চার্জারের মাধ্যমে চার্জ দেওয়া হচ্ছে। 

উন্নত টেকনোলজির রেভোলিউশনের সাথে সাথে লাইটের সাথে যুক্ত হয়েছে দুইটি নতুন প্রযুক্তি একটি হচ্ছে দিনের আলোতে লাইট বন্ধ থাকবে এবং রাতে আধারে লাইট অটোমেটিক জ্বলে উঠবে, এবং আরো একটি প্রযুক্তি হলো মশন সেন্সর! যেটা মানুষকে দেখলেই জ্বলে উঠবে এবং মানুষ না দেখলে লাইট বন্ধ হয়ে যাবে। আজকে মূলত কথা বলবো সেন্সর লাইট সম্পর্কে। 

বাজারে ইতিমধ্যে অনেক কোম্পানি সেন্সর লাইট এনেছে যার মধ্যে বড় বড় ব্রান্ডগুলোর সাথে কম্পায়ার করার মত একটি প্রতিষ্ঠান হচ্ছে ই.এফ.আই ইলেক্ট্রনিক্স এই প্রতিষ্ঠানটি বর্তমানে খুব জরে সরে মার্কেটিং করার পাশাপাশি লাইটের সর্বোচ্চ ভালো সার্ভিস প্রোভাইড করছে। 

সেন্সর লাইট নিয়ে ব্যবসা

আপনারা যারা সেন্সর লাইট নিয়ে ব্যবসা করতে চান তারা চাইলেই ই.এফ.এই ইলেক্ট্রনিক্সের পন্য কিনে ব্যবসা করতে পারেন। ই.এফ.আই ইলেক্ট্রনিক্সের পন্য নিয়ে ব্যবসা করতে চাইলে নিম্নে দেওয়া ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং এই ব্যবসা সম্পর্কে বিস্তারিত জানতে সম্পুর্ন ভিডিওটি দেখুন।

 ভিডিওটি দেখতে এইখানে ক্লিক করুন







Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.