Present Indefinite or Simple Present Tense in Bangla

আজকের এই আর্টিকেলে আমি শিখাবো প্রেজেন্ট ইন্ডিফিনিট এবং সিমপ্ল প্রেজেন্ট টেন্স কাকে বলে? আজকের আর্টিকেল পড়লে পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে যে প্রেজেন্ট ইন্ডিফিনিট এবং সিমপ্ল প্রেজেন্ট টেনস কী? ও প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সের ব্যাবহার কি? 

What is Present Indefinite or Simple Present Tense?

যে কাজ বর্তমান কালের অনির্দিষ্ট সময়ে হয় বা হয়ে থাকে বোঝায়, তাকে প্রেজেন্ট ইন্ডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেনস বলে। সাধারণত নিত্য বর্তমান কাল বলে। যেমনঃ- 
  • আমরা ভাত খাই - We eat rice.
  • তারা ফুটবল খেলে - They Play Football.
প্রেজেন্ট ইন্ডিফিনিট টেনস চেনার উপায়ঃ বাংলা ক্রিয়ার শেষে এ, ই, য়, ও, অ থাকে।

গঠন প্রণালি 

Present Indefinite Tense গঠন করতে হলে কর্তা (Subject) এরপর Verb এর প্রেজেন্ট Form বসাতে হয়। 
Structure: Sub+v1+obj

বাংলা ইংরেজী
আমি পড়ি I read
তুমি পড় Your Read
সে পড়ে They read
তারা পড়ে He reads

Note: Present Indefinite Tense এর কর্তাটি যদি Third Person (নাম পুরুষ) Singular Number (একবচ্য) হয় তবে মূল Verb এর শেষে 'S' বা 'es' যোগ করতে হয়।

S এবং es এর ব্যাবহার 
  • মূল Verb এর শেষে o, ch, sh, es এবং x থাকলে es যোগ হয়। যা নিম্নে উল্যেখ করা হলো-  
বাংলা ইংরেজী
সে স্কুলে যায় He goes (go+es) to school.
প্রধান শিক্ষক আমাদেরকে ইংরেজি শিক্ষা দেন The headmaster (Teach+es) Teaches us English
রহিম তার জামা ধৌত করে Rahim (Wash+es) Washes his shirt.
অসতলোক দুধের সাথে পানি মিশ্রণ করে A Dishonest Mman (Mix+es) Mixes water with milk.
  • মূল verb এর শেষে Y এবং Y এর আগে Consonant থাকলে Y এর স্থলে i বসে এবং তার শেষে es যোগ হয়। যেমনঃ- 

বাংলা ইংরেজী
শিশুটি কাদে The baby (cry-cri+es) cries.
পাখিটি আকাশে ওড়ে The bird (fly-fli+es) flies in the sky.
জেলে রোদ্রে মাছ শুকায় The fisherman (dry-dri+es) fish in the sun.
সে চেষ্টা করে He (try-tri+es) tries.
অথবা এক কথায় Y এর স্থলে ies বসে যেমনঃ cries, flies, dries ইত্যাদি।  

Mr. AnTor Ali

Hello, I am Md. AnTor Ali, I share various information and tutorials on this website. If you want to know any new information about technology, you can comment on our website and share your opinion. If there is any mistake in any article written by me, you will look at it with forgiveness.

Post a Comment

Previous Post Next Post

Contact Form