Free Video Editing Software

আমি এত টুকু গ্যারান্টি দিতে পারি,  এই আর্তিকেল পর্যন্ত যদি আপনি পৌছে থাকেন তারমানে আপনি নিশ্চয় একটি ভিডিও এডিটিনং সফটওয়্যার খুজছেন তাও ফ্রী। তাহলে আপনি একদম কারেক্ট যায়গায় এসেছেন। কারন আজকের এই আর্টিকেলে প্রায় ১০ টা ভিডিও এডিটর সফটওয়্যারের সন্ধান দিবো যা খুব সহজেই ফ্রিতে ব্যাবহার যোগ্য।

আজকে আমি যেই ভিডিও এডিটিং সফটওয়্যার গুলোর কথা বলবো তাতে রয়েছে অনেক ইন্টারেস্টিং ফিচার। 

  • ফ্রি
  • প্রফেশনাল
  • ফটোমার্ক ছাড়া
হ্যা বন্ধুরা যদিও কথাটি অবিশ্বাস্য তবে আজকে আমি এরকম ফিচার সম্মিলিত ১০ টি সফটওয়্যারের কথা বলবো। আর সব থেকে মজার বিষয় হচ্ছে আজকে যেই সফটওয়্যার গুলোর কথা বলবো এই গুলো Windows, MacOS, Linux সব গুলোতেই সাপোর্ট করবে।




Free video editing software for pc

  1. VSDC
  2. Openshot
  3. Movie Maker
  4. Blender
  5. iMovie
  6. Shortcut
  7. VideoPad
  8. DaVinciResolve
  9. LightWorks
  10. Final Cut Pro

VSDC Video Editing Software

এটা অনেক পপুলার ও জনপ্রিয় একটি ভিডিও এডিটিং সফটওয়্যার, এটা দিয়ে আপনি রেগুলার বেসিসের যে কোন ভিডিও এডিট করতে পারবেন।  VSDC আপনি এটা গুগলে লিখে সার্স করলেই সবার প্রথম এর অফিসিয়াল লিংক চলে আসবে অই লিংকে ক্লিক দিয়ে এটা ডাউনলোড করে নিতে পারেন। 

VSDC Future

  • 4k Video Editing
  • 3D videos
  • Supports VRR & 360 Video
  • Live Color Correction
  • Motion Tracking

Openshot video editing software

গুগলে গিয়ে সার্সবারে Openshot Video Editorr লিখে সার্স করলেই সর্বপ্রথম এর অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে এবং আপনি খুব ইজি এটা ব্যাবহার করতে পারবেন। 

এই সফটওয়্যারটি অনেক ইজি এবং সিম্পল ও ক্লিন ইন্টাররফেস, আপনি যদি কম্পিউটারে একদম নতুন হয়ে থাকেন এবং ভিডিও এডিটিং শিখতে চান তাহলে এই সফটওয়্যারটি ব্যাবহার করতে পারেন। 

Next Post Previous Post