ইংরেজি শব্দের অর্থ | ১০০+ ইংরেজি শব্দ ও বাংলা অর্থ

 দৈনিক ব্যবহৃত ১০০টি ইংরেজি শব্দ। এই ইংরেজী শব্দের অর্থগুলো শিখলে আপনি ইংরেজি কথা বলার সময় আরো দ্রুত কথা বলতে পারবেন বা ইংরেজিতে কেউ কথা বলার সময় এই ইংরেজি শব্দগুলো যদি বলে থাকে? তাহলে আপনি মোটামুটি ধারনা পাবেন যে আপনার সামনে থাকা ব্যাক্তি এক্সাক্টলি কি বলতে চাচ্ছে?

ইংরেজি শব্দের অর্থ

কিছু দৈন্দিন ব্যবহিত শব্দঅর্থ

What?⇨কী?
Why?⇨কেন?
Whom?⇨কাকে?
How?⇨কেমন?
Where?⇨কোথায়?
When?⇨কখন?
Which?⇨কোনটি?
Whose?⇨কার?
Who?⇨কে?
How many?⇨কত গুলো?
How much?⇨কী পরিমান?
How often?⇨কত সময় পর?
How far?⇨কত দূর?
How fare?⇨কত ভাড়া?
How long?⇨কতক্ষন?
How fast?⇨কত দ্রুত?
How dare?⇨কেমন সাহস?
How much longer?⇨আর কত দূর?
How quickly?⇨কত দ্রুত?
At which age?⇨কত ব্ছর বয়সে?
What type?⇨কোন ধরনের?
What kind?⇨কোন ধরনের?
What time?⇨সময় কত?
How else?⇨আর কীভাবে?
For what?⇨কি জন্য?

👉 Heart's content - তৃপ্তি সহকারে। 
👉 Bill - পাখির ঠোঁট। 
👉 Hand over - হস্তান্তর করা। 
👉 Look for - সন্ধান করা। 
👉 Run down - গড়িয়ে পড়া।
👉 Professional goon - পেশাদার গুন্ডা। 
👉 Ready wit- উপস্থিত বুদ্ধি। 
👉 Turn out - পরিণত হওয়া।
👉Sheer grief - নিদারুণ শোক।
👉 Trifling matter - তুচ্ছ বিষয়।
👉 Boldly move - সাহসের সাথে চলাফেরা করা।
👉 Golden hue- সোনালী আভা।
👉  Much- awaited - বহুল প্রতীক্ষিত। 
👉 Rain in torrent- প্রবল বৃষ্টি হওয়া। 
👉 Drenched in rain - বৃষ্টিতে ভিজে। 
👉 Shiver in cold - শীতে কাঁপা।
👉 Arrow - তীর।
👉 Pierce - বিদ্ধ করা।
👉 Sword - তরবারি। 
👉 Cane - বেত।
👉 Paid a heavy price- খেসারত দেওয়া। 
👉 Silly joke - নির্বোধ রসিকতা। 
👉 Great toil - প্রচুর পরিশ্রম করা। 
👉 Broken heartedly - ভাঙা হৃদয় নিয়ে। 
👉 Deep love - গভীর মমতা।

ইংরেজি অপজিট শব্দের অর্থ

🍁 Lazy=অলস
🍁 Active =সক্রিয় 

☘️ Noise =কোলাহল 
☘️ Silence =নীরব 

🍁 Smile =হাসি 
🍁 Cry=কান্না করা

☘️ Love=ভালোবাসা 
☘️ Hate=ঘৃণা 

🍁 Independent =স্বাধীন 
🍁 Dependent =পরাধীন 

☘️ Remember =স্মরণ করা
☘️ Forget =ভুলে যাওয়া 

🍁 On=উপরে 
🍁 Under=নীচে 

☘️ Right =সঠিক 
☘️ Wrong=ভুল 

🍁 Weak=দূর্বল 
🍁 Strong =শক্তিশালী 

☘️ Open=খোলা 
☘️ Close=বন্ধ

মসলার ইংরেজি শব্দের অর্থ

✲ মেথি - Fenugreek.
✲ মৌরি - Aniseed.
✲ সরিষা - Mustard.
✲ তেজ পাতা - Bay leaf.
✲ ধনে পাতা - Coriander leaf.
✲ পুদিনা পাতা - Mint leaf.
✲ দারচিনি - Cinnamon.
✲ লবঙ্গ - Cloves.
✲ গোল মরিচ - Black pepper.
✲ সাদা মরিচ - White pepper.
✲ জয়ফল - Nutmeg.
✲ যৈত্রী - Mace.
✲ তেঁতুল - Tamarind.
✲ পিঁয়াজ - Onion.
✲ রসুন - Garlic.
✲ শুকনা মরিচ - Red chili.
✲ হলুদ - Turmeric.
✲ ধনিয়া - Coriander.
✲ কালিজিরা - Nigella.
✲ শা জিরা - Caraway(black cumin).
✲ পোস্তা দানা - Poppy seed.
✲ তিল - Sesame seed.
✲ এলাচি - Cardamom.
✲ আদা - Ginger.
✲ কাঁচা মরিচ - Green chili.
✲ জিরা - Cumin seed.
✲ কাবাব চিনি - Allspice.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.