এশিয়া মহাদেশে মোট কয়টি দেশ আছে? এশিয়া মহাদেশে থাকা সবগুলো দেশের নাম

এশিয়া মহাদেশ। বিশ্বের সব থেকে বড় একটি মহাদেশ! এই মহাদেশে অবস্থিত আছে প্রায় ৫০ টি দেশ। যেখানে এশিয়াসহ পৃথিবীর ৭ টি মহাদেশ মিলে দেশ আছে ১৯৫ টি। সুতরাং পৃথিবীর এক তৃতীয়াংশ যায়গা জুরে আছে এই এশিয়া মহাদেশটি।

আমাদের আজকের এই আর্টিকেলে আপনাদের মাঝে শেয়ার করবো এশিয়ায় অবস্থিত ৫০ টি দেশের কথা। এবং প্রত্যেকটা দেশের পতাকা আমাদের বানানো পোস্টারে দেখতে পারবেন। 

প্রথমেই শুরু করা যাক এশিয়া মহাদেশের সেন্ট্রাল দেশ কোন গুলো।

এশিয়ার সেন্ট্রাল দেশ?  

এশিয়ার সেন্ট্রাল বা কেন্দ্রিয় সকল দেশ নিম্নে লিস্ট দেওয়া হলো-
  1. Tajikistan
  2. Uzbekistan
  3. Kazakhstan
  4. Turkmenistan
  5. Kyrzistan
বলা হয়ে থাকে এই দেশগুলো এশিয়ার কেন্দ্রিয় দেশ।

দক্ষিণ - পূর্ব এশিয়ায় কোন কোন দেশ অবস্থিত?

দক্ষিণ - পূর্ব এশিয়ায় যেই দেশগুলো অবস্থিত নিম্নে তার লিস্ট দেওয়া হলো-
  1. Brunei
  2. Colombia
  3. Laos
  4. Indonesia
  5. Malaysia
  6. Mayanmar
  7. Philippines
  8. Singapore
  9. Thailand
  10. Timor Leste
  11. Vietnam
উপরে উল্যেখিত দেশগুলো দক্ষিণ - পূর্ব এশিয়ার দিকে অবস্থিত।

পশ্চিম এশিয়া ও মধ্যপ্রাচ্য দেশ কোনটা কোনটা?

পশ্চিম এশিয়া ও মধ্যপ্রাচ্য দেশগুলো হলো-
  1. Georgia
  2. Armenia
  3. Azerbaijan
  4. Turkey
  5. Cyprus
  6. Syria
  7. Iraq
  8. Oman
  9. Yemen
  10. Kuwait
  11. Bahrain
  12. Qatar
  13. Lebanon
  14. Saudi Arabia
  15. Iran
  16. Israel
  17. Jordan
  18. United Arab Emirates
এবারে দেখা যাক পূর্ব এশিয়ার দেশগুলো

পূর্ব এশিয়াইয় কোন কোন দেশ অবস্থিত?

  1. China
  2. Mongolia
  3. North Korea
  4. South Korea
  5. Japan
  6. Hongkong
  7. Taiwan
  8. Macau
এবারে জানবো দক্ষিণ এশিয়ায় অবস্থিত দেশ কোন গুলো?

দক্ষিণ এশিয়া অবস্থিত দেশ

  1. Bhutan
  2. Nepal
  3. Maldives
  4. Sri Lanka
  5. Bangladesh
  6. India
  7. Afghanistan
  8. Pakistan
এই হলো এশিয়ায় অবস্থিত সব গুলো দেশ, এবং এর মধ্যে বাংলাদেশ ও ইন্ডিয়া অবস্থিত দক্ষিণ এশিয়ায়। অর্থাৎ আমরা দক্ষিণ এশিয়ার বাসিন্দা!

নিম্নে দেখানো ছবিতে এশিয়ার প্রত্যেকটা দেশের পতাকা ও নাম দেওয়া আছে। আপনি চাইলে এটা ডাউনলোড করে রাখতে পারেন। 



Mr. AnTor Ali

Hello, I am Md. AnTor Ali, I share various information and tutorials on this website. If you want to know any new information about technology, you can comment on our website and share your opinion. If there is any mistake in any article written by me, you will look at it with forgiveness.

Post a Comment

Previous Post Next Post

Contact Form