কম্পিউটার কী? What is computer?

কম্পিউটার শব্দটি গ্রীক শ্বব্দ জতে এসেছে। Compute শ্বব্দ থেকে Computer শব্দের উতপত্তি। কম্পিউটার শব্দের আভিধানিক অর্থ গণনাকারী। তবে বাস্তব ক্ষেত্রে কম্পিউটার কেবল গণনাই করেনা এটা মানুষের চেয়েও নির্ভুল গানিতিক, যৌক্তিক ও সিদ্ধান্তমূলক কাজে অতি দ্রুত সমাধান দিতে পারে। অর্থাৎ কম্পিউটার হলো একগুচ্ছ বৈদতিক যন্ত্রের সমাহার, যা বৈদ্যুতিক প্রবাহের মাধ্যমে যৌক্তিক কার্যাবলি নিজস্ব সংকেতে রূপান্তর করে দ্রুত সমাধান করে থাকে। সভ্যতার ক্রম্বিকাশের বর্তমান পর্যায়ে আমাদের দৈনন্দিন জীবনের একটি অন্যতম উপাদান হচ্ছে কম্পিউটার।

মূলত কম্পিউটার এলটি ইলেক্ট্রনিক্স যন্ত্র, এটা অনেক গুলো নির্দেশ তার সৃতি বা মেমোরিতে ধরে রাখতে পারে এবং প্রয়োজনে সে নির্দেশসমূহ নির্ভুলভাবে সম্পন্ন করতে পারে। তবে কম্পিউটারের নিজের কোন কাজ করার ক্ষমতা নেই। কম্পিউটার আবিষ্কারকগণ এবং ব্যাবহারীগণ বলে দেয় কম্পিউটারে কি করতে হবে। অর্থাৎ এখন পর্যন্ত কম্পিউটার একটি নির্বোধ ইলেক্ট্রনিক্স যন্ত্র।

আরো পড়ুনঃ


Next Post Previous Post