5G Network in Bangladesh পঞ্চম জেনেরেশন নেটওয়ার্ক

বিশ্বের অন্যান্য ব্রান্ড টেকনলোজির মত মোবাইল টেকনোলজিও প্রতিনিয়তী আপডেট হচ্ছে। আর এই আপডেটের অংশ হিসেবেই 5G বা Fifth Generation 5G Data নেটওয়ার্কে রেভুলিউশন্স নিয়ে আসছে।

একটি স্টান্ডার্ড 4G Connectivity সর্বোচ্চ 100Mbps অফার করতে পারে যেখানে 5G Data Connectivity 10Gbps পর্যন্ত পৌছাতে সক্ষম, যা 4G থেকে প্রায় ১০০ গুন ফাস্টার!

এর পাশাপাশি 4G নেটওয়ার্কের একটি কমান্ডের রেস্পন্স টাইম যেখানে ০.০৫০ মিলি সেকেন্ড সেখানে 5G ০.০০১ মিলি সেকেন্ডের কম সময়ে কমান্ড দিতে সক্ষম। 

South Koriya থেকে শুরু করে- China, Japan, USA, UK, Suiger Land & Philippines এর মত দেশগুলো এখন 5G নেটওয়ার্ক ব্যাবহার করছে। এর পাশাপাশি ভারত এবং অস্ট্রলিয়ার মত বেশ কয়েকটি দেশ 5G Network তৈরির কাজ করছে।

সম্প্রতি ২০২১ সালের ১২ই ডিসেম্বর BTRC ঢাকার রেভিয়েন্স ব্লু হটেলে রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল অপারেটর, টেলিটকের সাথে কলাব্রেশনে বাংলাদেশে 5G নেটওয়ার্কের ইনিশিয়াল লঞ্চ করে। 



Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.