ফেসবুক গ্রুপ কিভাবে খুলে? ফেসবুক গ্রুপ খোলার নিয়ম

ফেসবুক বর্তমান বিশ্বের সব চেয়ে জনপ্রিয় সোসিয়াল অ্যাপ। ফেসবুক ইউজ করে বিশ্বের ২০০ কোটিরও বেশি মানুষ। ফেসবুকে রয়েছে গ্রুপ ও পেইজের অপশন। আপনি চাইলেই আপনার নিজের জন্য একটি গ্রুপ করতে পারেন যেটাতে সবাই পোস্ট, কমেন্ট ইত্যাদি করতে পারবেন। 

আমাদের আজকের এই আর্টিকেলে শেয়ার করবো, কিভাবে আপনি ফেসবুকে নিজের একটি গ্রুপ খুলতে পারেন। ফেসবুক গ্রুপ খুলে নিজের একটি কমিউনিটি করতে পারেন। তাহলে চলুন শেখা যাক-

ফেসবুক গ্রুপ খোলার জন্য প্রথমত ফেসবুক অ্যাপে আপনার প্রোফাইল লগিন করুন। প্রোফাইল লগিন করার পর নিচে দেখানো স্ক্রিনশটে মার্ক করা থ্রী লাইনে ক্লিক করুন এবং সেটিংস ট্যাব ওপেন করুন। 


উপরে দেখানো মার্ক করা স্তানে ক্লিক করার পর, নিম্নে দেখানো স্ক্রিনশটের মত একটি পেইজ পাবেন। এবং এখান থেকে লাল মার্ক করা Group অপশনে ক্লিক করুন।


এবার এখান থেকে Group এ ক্লিক করার পর গ্রুপ এর স্ক্রিনে নিয়ে যাবে। যা নিম্নে দেখানো হলো।


এবার এখান থেকে + আইকনে ক্লিক করুন। + আইকনে ক্লিক করলে গ্রুপ তৈরি করার অপশন পাবেন। 


এখান থেকে Create Group এ ক্লিক করুন। তাহলে গ্রুপ তৈরির করার অপশনে নাম ও ক্যাটাগরি সিলেক্ট করার অপশন আসবে।


এখান থেকে গ্রুপের নাম ও প্রাইভেসি সিলেক্ট করুন। এবং Create Group বাটনে ক্লিক করুন। 



Create Group বাটনে ক্লিক করার পর গ্রুপ তৈরি হবে। এবারে গ্রুপের অন্যান্য স্টেপ গুলো আসবে। 


Next Post Previous Post