বাংলাদেশ হতে চলেছে দেউলিয়া

বাংলাদেশ আন্তর্জাতিক মুদ্রা তহবিল এর কাছে সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ চেয়েছে। জাপানের কাছে চেয়েছে ১ বিলিয়ন ডলার ঋণ। 

২৬ শে জুলাই কার্ব মার্কেটে ১ ডলার ১১৪ টাকা কিনতে হচ্ছে। দেশের ব্যাংকগুলোকে বিদ্যুৎ খাতে ২৫ শতাংশ ও জ্বালানি খাতে ২০ শতাংশ ব্যয় কমানোর নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

মোটর সাইকেলে একবারে ৪০০ টাকার বেশি তেল ক্রয় করা যাবে না বলে পেট্রোল পাম্পগুলোতে নোটিশ ঝুলিয়ে দেয়া হয়েছে। ১ সপ্তাহে পূর্বে চট্টগ্রামের ইউরিয়া সারকারখানা বন্ধ হবার পর গতকাল থেকে দেশের সবচেয়ে বড় ইউরিয়া সার কারখানা জামালপুরের যমুনায়ও উৎপাদন বন্ধ হওয়ার উপক্রম।

খরচ কমাতে কাগজের উভয় পৃষ্ঠায় প্রিন্ট করার নির্দেশ। (যুগান্তর)

এছাড়াও দেশের অর্থনীতিতে ঘাটতি পরেছে এরকম উল্যেখ যোগ্য কিছু কারণ হচ্ছে।

  1. ৩০ বছরের মধ্যে সর্বনিম্ন প্রবাসি আয়ের প্রবিদ্ধি -১৫.১২%
  2. ৯ বছরের মধ্যে সর্বচ্চ মুল্য স্রিতি ৭.৬৫%+
  3. ৫০ বছরের মধ্যে সর্বোচ্চ বাণিজ্য ঘাটতি ৩০,০৮১ কোটি ডলার। 
  4. ৫০ বছরে সর্বোচ্চ চলতি হিসেবে ঘাটতি ১,৭২৩.৩০ কোটি ডলার
  5. রাজস্ব আদায়ে ঘাটতি ৩০,০০০ কোটি টাকা (সাময়ীক হিসেবে)
  6. বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮ বিলিয়ন ডলার রিলিজ হওয়ায় আর আছে ৪০ বিলিয়ন ডলার।
এছাড়াও দেশের জ্বালানি ক্ষাতেও দেখা দিয়েছে সংকট। আগস্ট মাসের ৬ তারিখ রাত ১২ টার পর থেকে অর্থাৎ ৭ তারিখ থেকে বাংলাদেশ সরকার অকটেন, ডিজেল, কিরোসিন ও পেট্রোলের দাম বাড়ায়। যার পুর্বের দাম ও নতুন দান নিচে দেওয়া হলো।


সিলেট বিভাগে দিনে ১৩ ঘণ্টার লোড শেডিং এর তালিকা। বর্ষায় এবার বৃষ্টি না হওয়ায় ধান উৎপাদন কমবে আগের তুলনায় অনেক। আপনি অন্ধ, তাই বলে প্রলয় বন্ধ থাকবে না। কম খাওয়া, কম ভোগ, নিজের সাথে আপোষের পর সামনে আসছে কঠিন দুঃসময়ের দিন। শ্রীলঙ্কা, পাকিস্তান, লাওস, মিয়ানমারের সাথে যেন সিংগাপুর এক কাতারে না যায়, সেজন্য ইয়া নাফসি, ইয়া নাফসি বলে উন্নয়নের পথে আগ বাড়াই।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.