ব্রাক ব্যাংক নিয়ে এলো ফ্রিল্যান্সার ম্যাট্রিক্স অ্যাকাউন্ট

আর থাকছেনা Payonner / Bkash এ পেমেন্ট আনার ঝামেলা। ফ্রিল্যান্সারদের জন্য ব্রাক ব্যাংক নিয়ে এসেছে Freelancer Matrix Account. ইতি মধ্যে বাংলাদেশে প্রতিনিয়ত নতুন নতুন ফ্রিল্যান্সারের আবির্ভাব ঘটছে কিন্তু পেমেন্ট কিভাবে রিসিভ করবে এটা নিয়ে সবাই রয়েছে অনেক ঝামেলায়। তাদের কথা মাথায় রেখেই ব্রাক ব্যাংকের এই উদ্যোগ। ফ্রিল্যান্সার ম্যাট্রিক্স অ্যাকাউন্টে রয়েছে অনেক সুবিধা যা আমি নিম্নে কিছু উল্যেখ করছি।
  • ডলার মার্কেটপ্লেস থেকে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে আসবে। 
  • ডলার রেট পাওয়া যাবে ৩/৪ টাকা বেশি
  • অ্যাকাউন্টে জমা থাকবে আনলিমিটেড ডলার।
  • এন্ডোর্সমেন্ট এর কোন ঝামেলা থাকবে না।
  • রয়েছে সরকার ঘোষিত বিশেষ প্রণোদনা।
  • আস্থা অ্যাপ ব্যাবহার করে ঘরে বসেই পাচ্ছেন ২৪/৭ ব্যাংকিং সুবিধা। 
এছাড়াও রয়েছে আরও অনেক সুযোগ সুবিধা যেমনঃ- ক্রেডিট কার্ড, লোন যা ফ্রিল্যান্সারদের জন্য অন্য কোন ব্যাংক করছেনা। এবং কোন চার্জ ছাড়াই অ্যাকাউন্ট খোলা যাবে। অ্যাকাউন্ট ওপেন করতে নিচে দেওয়া ব্রাকের কর্মকর্তার সাথে যোগাযোগ করুন। অথবা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।

Rima Sultana
Assistant Relationship Officer
BRAC Bank Limited, Head Office
Mobile: 01707566222



Next Post Previous Post