How to Generate RSS Feed কিভাবে আরএসএস ফিড তৈরি করবেন?

RSS যা নিউজ ও আর্টিকেল এর জন্য খুব জনপ্রিয় একটি সিস্টেম। RSS মুলত অন্য ওয়েবসাইটের কনটেন্ট নিজের ওয়েবসাইটে দেখাতে সহযোগিতা করে। এর জন্য নির্দিষ্ট একটি ওয়েবসাইটের লিংক দিয়ে একটি API বানাতে হয় বা RSS link বানাতে হয়। এরপর সেটি আপনার ওয়েবসাইটে প্রপার ভাবে যুক্ত করলে সকল কন্টেন্ট দেখা যাবে। আজকের এই আর্টিকেলে আমি শেখাবো কিভাবে আর.এস.এস ফিড তৈরি করবেন।



আর.এস.এস লিংক তৈরি করার জন্য অনেক ফ্রী ওয়েবসাইট আছে যারা RSS লিংক প্রোভাইড করে থাকে। তার মধ্যে একটি হচ্ছে- FetchRSS যা দিয়ে খুব সহজেই ফিড তৈরি করা যায়। তাহলে চলুন জেনে নেই কিভাবে এই ওয়েবসাইট দ্বারা আপনি RSS FEED তৈরি করতে পারেন।

১. প্রথম ধাপ

FetchRSS.Com এই ওয়েবসাইট ভিজিট করুন।

২. প্রথম ধাপ

আপনি যেই ওয়েবসাইটে কন্টেন্ট আপনার ওয়েবসাইটে দেখাতে চাচ্ছেন সেই ওয়েবসাইটের ডোমেইন বা লিংক কপি করুন।  যেমন আমি আমার ওয়েবসাইটের লিংক কপি করছিঃ https://www.mrantorali.com/

৩. তৃতীয় ধাপ 

কপি করা লিংক fetchrss ওয়েবসাইটে পেস্ট করুন। (নিচের ছবির মতো)


Next Post Previous Post